Kolkata News: কেউ পেলেন হৃদযন্ত্র, কেউ লিভার! একসঙ্গে চারজনকে অঙ্গ দিয়ে জীবন দান হাওড়ার সুজাতা নস্করের

Last Updated:

Kolkata News: হৃদযন্ত্র পাঠানো হয় হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে, দুটি  কিডনির প্রতিস্থাপন হয় এসএসকেএম হাসপাতালে।

কেউ পেলেন হৃদযন্ত্র, কেউ লিভার! একসঙ্গে চারজনকে অঙ্গ দিয়ে জীবন দান হাওড়ার সুজাতা নস্করের
কেউ পেলেন হৃদযন্ত্র, কেউ লিভার! একসঙ্গে চারজনকে অঙ্গ দিয়ে জীবন দান হাওড়ার সুজাতা নস্করের
#কলকাতা: শহরে ফের অঙ্গ দানের নাজির। ৩৪ বছরের হাওড়ার জেলার বাসিন্দা এক তরুণীর ব্রেন ডেথের পর পরিবার অঙ্গ দানের সিদ্ধান্ত নেয়। হৃদযন্ত্র পাঠানো হয় হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে, দুটি  কিডনির প্রতিস্থাপন হয় এসএসকেএম হাসপাতালে। লিভারও প্রতিস্থাপন হয় এস এস কে এম হাসপাতালে।
হাওড়া জেলার ডোমজুরের বাসিন্দা ৩৪ বছর বয়সী সুজাতা প্রধান নস্কর পেশায় গৃহবধূ মে মাসের ২৮ তারিখ এক পথ দুর্ঘটায় আহত হন। গুরুতর আঘাত পান মাথায়। এরপর প্রথমে তাঁকে হাওড়ায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয় সুজাতা প্রধান নস্করকে। মাথায় গুরুতর আঘাতের জন্যে কোমায় চলে যান ওই তরুণী।
advertisement
এরপর এস এস কে এম হাসপাতালের চিকিৎসকরা জানান ব্রেন ডেথ হয়েছে।সুজাতার পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গ দানের। সেই মোতাবেক শনিবার রাত ১২ টা ১০ নাগাদ এস এস কে এম হাসপাতাল থেকে গ্রিন করিডোর করে হৃদযন্ত্র নিয়ে যাওয়া হয় হাওড়া জেলার অন্দুলের এক বেসরকারি হাসপাতালে। এস এস কে এম হাসপতাল থেকে অন্দুলের বেসরকারি হাসপাতালে পৌঁছতে সময় লাগে মাত্র সাত মিনিট। সেখানে হৃদযন্ত্র প্রতিস্থাপন হয় ২৩ বছরের হুগলি জেলার এক তরুণের শরীরে।
advertisement
advertisement
এই বেসরকারি হাসপাতালে আগে আরও তিনটি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসক দেবাশিস দাস এবং তাঁর টিম এই অস্ত্রোপচার করেন। অন্যদিকে শনিবার রাতেই দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপন হয় এস এস কে এম হাসপাতালে। লিভার পান হুগলি জেলার ৫৫ বছরের মৃত্যুঞ্জয় চক্রবর্তী। একটি কিডনি পান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা সুরাইয়া ইয়াসমিন। সুজাতার অপর কিডনি প্রতিস্থাপন করা হয় উল্টোডাঙার বাসিন্দা বছর ৫২ রিতা করের শরীরে।
advertisement
অঙ্গ গ্রহীতার চার পরিবারই সুজাতা প্রধান নস্করের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে অঙ্গ দান নিয়ে আরও সচেতনার কথাও উল্লেখ করেছেন পরিবার গুলি।
ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: কেউ পেলেন হৃদযন্ত্র, কেউ লিভার! একসঙ্গে চারজনকে অঙ্গ দিয়ে জীবন দান হাওড়ার সুজাতা নস্করের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement