Weather Update : দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খারাপ খবর! উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Weather Update : আগামী চার পাঁচ দিন আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। (Report: Biswajit Saha)
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। মঙ্গলবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
advertisement
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গল বুধবার নাগাদ বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা সামান্য বাড়লেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার তাপমাত্রা প্রায় একই থাকবে।
advertisement
advertisement
একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ এবং আরও দু'টি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এছাড়াও দুটি টার্ফ রয়েছে বা অক্ষরেখা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এটি বিহার উত্তরবঙ্গ এবং আসাম এর উপর দিয়ে বিস্তৃত। বিহার থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
advertisement
আগামী চার পাঁচ দিন আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। আগামী পাঁচ দিন বিহার ঝাড়খন্ড ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির পূর্বাভাস। তামিলনাডু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা করাইকাল পন্ডিচেরি কর্ণাটক এবং কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান জম্মু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এর কিছু অংশ এবং মধ্য ভারতের বিদর্ভে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যভারতে তাপপ্রবাহ চলবে আট ই জুন পর্যন্ত। রাজস্থানী ধূলিঝড়ের সম্ভাবনা।