Jagdeep Dhankhar: 'ব্ল্যাক আউট' ইস্যু, বিধানসভায় ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, স্পিকারকে তলব
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Jagdeep Dhankhar : ফের বিধানসভার অধ্যক্ষকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামিকাল বিধানসভায় বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের যাতে সরাসরি সম্প্রচার করা হয় সেই বিষয়ে আলোচনা করতেই স্পিকারকে ডেকে পাঠান তিনি।
#কলকাতা: রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতের আবহ অব্যাহত বাংলায়। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বিধানসভার অধিবেশনের সময় নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে পরে সেই জটিলতা কাটে। সোমবার ৭ মার্চ রাত দুটোর সময় নয়, দুপুর দুটোয় রাজেট অধিবেশনের (West Bengal Budget Session) ভাষণ দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই পরিস্থিতিতে ফের বিধানসভার অধ্যক্ষকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামিকাল বিধানসভায় বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের যাতে সরাসরি সম্প্রচার করা হয় সেই বিষয়ে আলোচনা করতেই স্পিকারকে ডেকে পাঠান তিনি। ট্যুইট করে নিজেই সে কথা জানিয়েছেন রাজ্যপাল।
রবিবার একটি ট্যুইটে রাজ্যপাল (Jagdeep Dhankhar) লিখেছেন, ‘আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের দফতরের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আজ দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, আগে রাজ্যপালের ভাষণের ‘সরাসরি সম্প্রচার’ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’
advertisement
advertisement
WB Guv: There was interaction at Raj Bhawan today between Governor and Assembly Speaker for an hour regarding the upcoming assembly session. https://t.co/eA4mqP2Yjr pic.twitter.com/hsQGDv3bEz
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022
বিধানসভার অধিবেশনে (West Bengal Budget Session) শুরুর ভাষণ যাতে ‘ব্ল্যাক আউট’ না হয় তা নিশ্চিত করতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠান জগদীপ ধনখড়। এই মর্মে তিনি চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠক হয়। তবে আগামিকাল তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার হবে কি তা আজই বলা সম্ভব নয়। সোমবারই তা নিয়ে সিদ্ধান্ত হবে।
advertisement
উল্লেখ্য, সোমবার রাজ্যপালের (Jagdeep Dhankhar) ভাষন দিয়েই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। প্রসঙ্গত, এর আগে ২০২০–২০২১ সালে বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করার অভিযোগ তোলা হয়েছিল। সেই সময় এই নিয়ে রাজ্যপালকে ক্ষোভ উগড়ে দিতেও দেখা গিয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই আগেই ট্যুইট করে বিষয়টি জনসাধারণের কাছে রাখতে সচেষ্ট রাজ্যপাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 4:12 PM IST
