Mamata Banerjee: আচমকা প্রবল ঝাকুনি, নির্দিষ্ট উচ্চতা থেকে নীচে নামল মমতার বিমান! তদন্তের নির্দেশ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: বিপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে। বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে বিমান ল্যান্ডিংয়ে বিভ্রাট।
#কলকাতা: ফের বিপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানে। বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে বিমান ল্যান্ডিংয়ে বিভ্রাট। জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে বিমানটি। ল্যান্ডিংয়ের ঠিক আগে এমন ঘটনা ঘটে। সেই সময়ে প্রবল ঝাঁকুনি দেয় বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।
আচমকা ঝাকুনিতে পিঠে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তবে সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে আচমকা এহেন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে (Mamata Banerjee Aircraft) থাকা যাত্রীদের মধ্যে। কিন্তু কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বুধবারই দুদিনের সফরে বারাণসী উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুলত অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে তাঁর এই সফর ছিল। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করার কথা জানিয়েছিলেন। সেই মতো বুধবার সন্ধ্যায় বারাণসী পৌঁছন মমতা। যদিও সেখানে গঙ্গা আরতি দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁকে। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগরে দিয়েছেন নেত্রী(Mamata Banerjee)। উত্তরপ্রদেশ থেকে বিজেপি চলে যাচ্ছে বলে এমন কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
advertisement
এরপর টানা দুদিনের রাজনৈতিক প্রচার সেরে আজ শুক্রবার কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। দুপুরেই বিশেষ বিমানে রওনা হন তিনি। কিন্তু দমদম বিমানবন্দরে বিমান ল্যান্ড করার আগেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। আচমকা নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে বিমানটি। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে এর আগেও এই ধরণের সমস্যার সম্মুখীন হয়েছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Aircraft) বিমান। কোনও প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগেও দমদম বিমানবন্দরে বিমান বিভ্রাটে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘটনা নিয়ে ইতিমধ্যেই নবান্নের প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 9:47 PM IST