BJP Bengal: তৃণমূলকে ছেড়ে বামেদের নিশানা, বিজেপি রাজ্য সভাপতির অবস্থানে দলের অন্দরেই প্রশ্ন

Last Updated:

চার কর্পোরেশন ও ১০৮ পুরসভায় কোথাও বোর্ড গড়তে পারেনি বিজেপি। ১০৮ পুরসভায় বিজেপি (BJP) সাকুল্যে আসন পেয়েছে ৬৩টি৷

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
#কলকাতা: তৃণমূল ছেড়ে সিপিএমকে (CPIM) আক্রমণ বিজেপি-র (BJP)! পুরভোটের (West Bengal Municipal Elections 2022)পর রাজ্যে দলকে ঘুরে দাঁড় করানোর দিশা খুঁজতে বিশেষ সাংগঠনিক বৈঠক ডেকেছিল রাজ্য। সেই বৈঠকের শুরুতে রাজ্য সভাপতির ভাষনে সুকান্ত মজুমদার বলেন, 'লোকে বলে তৃণমূল - বিজেপি আঁতাত। অথচ, তৃণমূল সিপিএম এখন ফিশফ্রাই জোট। তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক।'
যদিও, বৈঠকে ডাক পাওয়া এক নেতার মতে, 'রাজ্য সভাপতির ভাষণে পুরভোটে তণমূলের সন্ত্রাস নিয়ে একটা শব্দও খরচ না করে সিপিএমকে আক্রমণ করে কার্যত বামেদেরই প্রাসঙ্গিক করলাম আমরা।'
advertisement
চার কর্পোরেশন ও ১০৮ পুরসভায় কোথাও বোর্ড গড়তে পারেনি বিজেপি। ১০৮ পুরসভায় বিজেপি সাকুল্যে আসন পেয়েছে ৬৩টি৷ বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ৩৮ শতাংশ৷ পুরভোটে তা কমে হয়েছে ১২ শতাংশ। পুরভোটের ফল প্রকাশের পর বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠ ও সন্ত্রাসের অভিযোগ তুলে এই ফলকে গ্রহণ করেনি। বনধ ডেকেছে রাজ্য জুড়ে। যদিও, জনজীবনে সেই বনধ আদৌ কতটা প্রভাব ফেলতে পেরেছে তা নিয়ে সংশয় রয়ছে বিজেপিতেই।
advertisement
এই আবহে আজ দলের সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতির মুখ থেকে শাসক দল তৃণমূলকে নিশানা করে আক্রমণ শানানোর আশা করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু, তার বদলে শুনতে হল সিপিএম তথা বামেদের বিরুদ্ধে ফিশ ফ্রাই জোটের পুরনো অভিযোগ। কলকাতা কর্পোরেশনের ভোটে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসার পর থেকেই সিপিএমকে তোল্লা দিয়ে বিজেপিকে খাটো করার চেষ্টা করছে বলে তৃণমূলের বিরুদ্ধে সরব হওয়া শুরু করে বিজেপি।
advertisement
পুরভোটে সিপিএম তাহেরপুরে বোর্ড গড়তে সক্ষম হলেও, বিজেপি-র বোর্ড গড়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তার পরেই, বামেদের নিশানা করা শুরু করে বিজেপি। পর্যবেক্ষকদের মতে, প্রকাশ্যে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কারণে কিছু বাধ্যবাধকতা হয়ত থাকে। কিন্তু, দলের ''ক্লোজড ডোর " বৈঠকের আগে যদি এই বার্তা দেওয়া হয়, তাহলে কার্যত ভাবের ঘরে চুরি করা হবে। গতকালই সাংবাদিক সম্মলনে রাজ্য সভাপতি আত্মসমীক্ষার কথা বলেছিলেন। কিন্তু, এই যদি সেই আত্মসমীক্ষার পরিণতি হয়, তাহলে বিজেপি-র দিশাহীনতা যে এখনও কাটেনি সেটাই আবার স্পষ্ট হয়ে গেল মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Bengal: তৃণমূলকে ছেড়ে বামেদের নিশানা, বিজেপি রাজ্য সভাপতির অবস্থানে দলের অন্দরেই প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement