J P Nadda warns Dilip Ghosh: সিবিআই মন্তব্যে রুষ্ট দল, দিলীপকে সরাসরি সতর্ক করে দিলেন জে পি নাড্ডা

Last Updated:

দিলীপ ঘোষ বোঝানোর চেষ্টা করেন, ভোট পরবর্তী মামলায় রাজ্য বিজেপি-র চেষ্টাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত৷

দিলীপ ঘোষকে সতর্ক করলেন জে পি নাড্ডা৷
দিলীপ ঘোষকে সতর্ক করলেন জে পি নাড্ডা৷
#কলকাতা: সিবিআই নিয়ে বেফাঁস মন্তব্য করে বিজেপি শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়লেন দিলীপ ঘোষ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নিজেই সরাসরি সতর্ক করে দিলেন দিলীপ ঘোষকে৷ বিজেপি সূত্রে খবর, গতকাল দলের হেস্টিংস দফতরে অমিত মালব্যর মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন জে পি নাড্ডা৷ ভবিষ্যতে যাতে সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে তিনি সতর্ক থাকেন, সেই বার্তাও দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে৷
গত দু' তিন দিন ধরেই ক্রমাগত সিবিআই সম্পর্কে নিজের অসন্তোষ প্রকাশ করে চলেছেন দিলীপ ঘোষ৷ মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর নিষ্ক্রিয়তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ৷ যদিও গতকাল জে পি নাড্ডার এই কড়া বার্তার পরেও দিলীপ ঘোষ কতটা সতর্ক হয়েছেন তা নিয়ে সংশয় থাকছেই৷ কারণ, আজ সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে চাঁচাছোলা ভাষায় সিবিআই-এর সমালোচনা করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি৷
advertisement
advertisement
সূত্রের খবর, গতকাল হেস্টিংসের দফতরেই অমিত মালব্যর মাধ্যমে সিবিআই নিয়ে মন্তব্যের জন্য দিলীপ ঘোষের জবাবদিহি চান জে পি নাড্ডা৷ সিবিআই নিয়ে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন, সেই প্রশ্ন করা হয় মেদিনীপুরের সাংসদকে৷ কারণ তাঁর এই ধরনের মন্তব্যে যে দল অস্বস্তিতে পড়েছে, তা স্পষ্ট করে দেন নাড্ডা৷
advertisement
দিলীপ ঘোষ বোঝানোর চেষ্টা করেন, ভোট পরবর্তী মামলায় রাজ্য বিজেপি-র চেষ্টাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু তার পরেও গত কয়েক মাসে এই মামলায় কোনও অভিযুক্তেরই শাস্তির ব্যবস্থা করতে পারেনি সিবিআই৷ যা নিয়ে দলের নিচু তলার কর্মী এবং নিহত বিজেপি কর্মীদের পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর কথায়৷ যদিও দিলীপ ঘোষের এই যুক্তি মানতে চাননি বিজেপি সভাপতি৷ বরং ভবিষ্যতে সিবিআই সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
তার পরেও অবশ্য এ দিন সকালে যথারীতি দিলীপ ঘোষ বেপরোয়া ভঙ্গিতেই বলেন, 'সিবিআই কার হাতে আছে দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷
আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তার পরে কতজন সাজা পেয়েছে, কতজন কর্মীর পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি? একথা আমি বলতে পারব না? আমি বিচার না পেলে বলতে পারব না?'
advertisement
আলটপকা মন্তব্যের জন্য এর আগেও দিলীপ ঘোষকে সতর্ক করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব৷ কিন্তু নিজের বেপরোয়া মনোভাবে বদল আনেননি বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি৷ সিবিআই নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেসও৷ কিন্তু দল, বিরোধীরা যাই বলুন না কেন, দিলীপ আছেন দিলীপেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
J P Nadda warns Dilip Ghosh: সিবিআই মন্তব্যে রুষ্ট দল, দিলীপকে সরাসরি সতর্ক করে দিলেন জে পি নাড্ডা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement