কলকাতায় বহুজাতিক সংস্থার পিৎজায় মিলল পোকা !
Last Updated:
দমদমে বহুজাতিক সংস্থার পিৎজায় মিলল পোকা! বুধবার নাগেরবাজারের দোকান থেকে দুটি পিৎজা কিনেছিলেন দমদমের বাসিন্দা রূপা চক্রবর্তী। গতকাল গরম করতে গিয়ে একটি পিৎজার মধ্যে পোকা দেখতে পান রূপা।
#কলকাতা: দমদমে বহুজাতিক সংস্থার পিৎজায় মিলল পোকা! বুধবার নাগেরবাজারের দোকান থেকে দুটি পিৎজা কিনেছিলেন দমদমের বাসিন্দা রূপা চক্রবর্তী। গতকাল গরম করতে গিয়ে একটি পিৎজার মধ্যে পোকা দেখতে পান রূপা।
তাঁর দাবি, পিৎজার দোকানে অভিযোগ জানালে, বিষয়টি চেপে যেতে বলা হয়। পোকা বেরনো পিৎজা বদলে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু তাতে রাজি হননি রূপা চক্রবর্তী।
advertisement
advertisement
বহুজাতিক সংস্থার বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি নজরে আনেন দমদম পুরসভারও। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2018 12:52 PM IST