Nabanna Abhijan update: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল

Last Updated:

এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে৷

পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৷ আহত দেবাশিস চক্রবর্তী (ডানদিকে)৷
পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৷ আহত দেবাশিস চক্রবর্তী (ডানদিকে)৷
কলকাতা: ধীরে ধীরে ফিরে আসছে নবান্ন অভিযানের দিন আহত পুলিশকর্মী দেবাশিস চক্রবর্তীর দৃষ্টিশক্তি৷ কলকাতা পুলিশের ওই সার্জেন্টের চিকিৎসা যেখানে চলছে, ইএম বাইপাস লাগোয়া সেই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে৷ দু সপ্তাহের মধ্যেই দেবাশিসবাবুর আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি অনেকটাই স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
এ দিনই ওই আহত সার্জেন্টকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা৷ আজই সার্জেন্টের উপরে হামলার ঘটনায় মহেশতলার বাসিন্দা এক তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ বাকিদেরও খোঁজ চলছে৷
গত ২৭ তারিখ নবান্ন অভিযানের সময় হেস্টিংসের কাছে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে লাগে পুলিশের গাড়িতে থাকা দেবাশিস চক্রবর্তীর চোখে৷ সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তি হারান তিনি৷ তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
advertisement
ওই হাসপাতালের পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, আহত ওই সার্জেন্টের চোখে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে৷ তাঁর চোখের দৃষ্টিশক্তি কিছুটা হলেও ফিরে এসেছে৷ আলো ফেললে চোখের সামনে হাত অথবা আঙুলের নড়াচড়া বুঝতে পারছেন দেবাশিস৷
advertisement
তবে এখনও ওই পুলিশকর্মীর চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে রয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সপ্তাহ দুয়েকের মধ্যে নিজে থেকেই ওই জমাট বাঁধা রক্ত সরে যাবে৷ তখন ওই সার্জেন্টের দৃষ্টিশক্তি আরও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ তিনি আগের মতোই কাজেও ফিরতে পারবেন বলেই হাসপাতালের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan update: হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা, দৃষ্টিশক্তি ফিরবে দেবাশিসের? বড় আপডেট দিল হাসপাতাল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement