Indian Railway: জবরদখল হয়ে যাওয়া জায়গার ভোলবদল, বালিগঞ্জ স্টেশনের 'লুক' দেখলে চমকে যাবেন!

Last Updated:

Indian Railway: বালিগঞ্জ স্টেশনের রূপান্তর: পরিচ্ছন্নতা ও সবুজায়নের এক যুগান্তকারী পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল বালিগঞ্জ। দিনে দিনে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই রেল স্টেশনে। পাশাপাশি শিয়ালদহ ডিভিশন চাইছে দক্ষিণ শাখায় এই স্টেশন থেকে রেল চলাচলের সংখ্যা বাড়াতে।

বালিগঞ্জ স্টেশন
বালিগঞ্জ স্টেশন
কলকাতা: বালিগঞ্জ স্টেশনের রূপান্তর: পরিচ্ছন্নতা ও সবুজায়নের এক যুগান্তকারী পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল বালিগঞ্জ। দিনে দিনে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই রেল স্টেশনে। পাশাপাশি শিয়ালদহ ডিভিশন চাইছে দক্ষিণ শাখায় এই স্টেশন থেকে রেল চলাচলের সংখ্যা বাড়াতে।
শিয়ালদহ ডিভিশনের কাছে অভিযোগ আসছিল এই গুরুত্বপূর্ণ স্টেশনের বেশ কিছু জায়গা জবরদখল করে বসে আছে অনেকে। এমনকি পর্যাপ্ত যাত্রী যাতায়াতের অসুবিধা তৈরি হচ্ছে। এই অবস্থায় স্টেশন ও চত্বরের মানোন্নয়ন করতে উদ্যোগী হয় রেল।
advertisement
advertisement
কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বালিগঞ্জ রেল স্টেশন, সম্প্রতি এক উল্লেখযোগ্য রূপান্তরের সাক্ষী হয়েছে এই স্টেশনটি। স্টেশনের দ্বিতীয় প্রবেশপথ (New Booking Office Side ) যা দীর্ঘদিন ধরে আবর্জনা জমা ও দখলদারিত্বের সমস্যায় জর্জরিত ছিল, এবার সেই স্থান পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করা হয়েছে। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী জসরাম মীনা।
advertisement
শ্রী মীনা ব্যক্তিগতভাবে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। প্রথমেই, স্টেশন প্রাঙ্গণ থেকে অবৈধ দখলদারদের সরিয়ে নেওয়ার জন্য তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করা হয়। এতে সেই এলাকা যাত্রীদের স্বার্থে পুনঃব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে।
advertisement
এরপর, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)/ শ্রী রাজীব সাক্সেনা-র তত্ত্বাবধানে সেখানে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই সবুজায়নের প্রচেষ্টায় শুধুমাত্র এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায়নি, পাশাপাশি স্টেশনের পরিবেশগত মানও উন্নত হয়েছে।
advertisement
বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ একটি স্থানীয় এনজিও-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে এই উন্নয়ন স্থায়ী হয়।শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে স্টেশন চত্বর জবরদখল সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজ করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সেদিকেও নজর রাখা হবে। জবরদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railway: জবরদখল হয়ে যাওয়া জায়গার ভোলবদল, বালিগঞ্জ স্টেশনের 'লুক' দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement