Bratya Basu: ‘অভিনেতা যেই হোক, সুপারস্টার শুধু মমতা’! রঘু ডাকাত নিয়ে কুণাল-দেব তরজা, এবার টলিউডের কোন্দল নিয়ে মুখ খুলেই বিস্ফোরক ব্রাত্য বসু
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Bratya Basu: এবার ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কোন্দল নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু।
কলকাতা: পুজোর সময় চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ‘রঘু ডাকাত’ তার মধ্যে অন্যতম। দেবের ছবি মুক্তির আগেই ‘রঘু ডাকাত’ নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেন কুণাল ঘোষ। নাম না করেই রঘু ডাকাতের বেশি হল, বেশি শো পাওয়ার অভিযোগ আনেন কুণাল। দুই নেতার তরজা নিয়ে জলঘোলা হয় তৃণমূলের অন্দরে। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কোন্দল নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু।
এদিন শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানালেন, তৃণমূলে একমাত্র সুপারস্টার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ভেতরে সে যেই অভিনেতা বা তারকাই থাকুক না কেন সুপারস্টার নন। সেটা যদি কেউ বলে থাকে তাহলে পরিহাস লাগে। দক্ষিনে যারা সুপারস্টার, মেগাস্টার তারা নিজেরা দল তৈরি করে। কোন দলের অধীনে তারা নন। যারা তৃণমূলের ভেতরে রয়েছেন তাদের উদ্দেশ্য ব্রাত্য বসু বলেন, এখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই সুপারস্টার।
advertisement
advertisement
advertisement
রঘু ডাকাত মুক্তির পর দেবের নাম না করেই ফেসবুকে কটাক্ষ করে কুণাল ঘোষ লেখেন, ‘‘টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত। বাংলার সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল পুজোয় আসা সবকটি ছবি প্রথমে সমান সুযোগ পাবে। তারপর দর্শকের সাড়া অনুযায়ী বা ব্যবসা অনুযায়ী হল মালিকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু, যা খবর, ‘প্রভাবশালী’ একটি ছবি বাড়তি শো পাচ্ছে একাধিক হলে শুরু থেকেই। ‘রক্তবীজ ২’র মত প্রথম পর্ব সুপারহিট হওয়া ছবিকেও কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে গোড়া থেকে। এটা কাম্য নয়। শুরুটা সবাই সমান সুযোগ পাক। তারপর দর্শকের বিচার। সেটা না হলে এত বৈঠকের মানে কী? যাঁরা বৈঠক করেছিলেন, তাঁরা এখন কী করছেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে নজর দিন। হল মালিকরাও বিষয়টায় নিরপেক্ষতা রাখুন। চারটি সিনেমা, রক্তবীজ টু, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যত কান্ড কলকাতাতেই সমান সুযোগ পাক আত্মপ্রকাশে, তারপর দর্শকের বিচারে দৌড় চলুক। একটা ছবি নেপথ্য প্রভাবে শুরুর দিন থেকে বাড়তি শো পাবে, এসব হলে তার প্রতিবাদও হবে।”লেখাটিকে ‘সম্পূর্ণ ব্যক্তিগত পোস্ট’ বললেও কুণাল ঘোষের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 6:07 PM IST