IND vs AUS ICC World Cup 2023 Final: বিরাটের জার্সি গায়ে খেলা দেখবেন মদন মিত্র! ফাইনালে স্পেশাল প্ল্যান নেতা মন্ত্রীদের

Last Updated:

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ৷ দুপুর ২টো থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া মহারণ৷ সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রী, রাজনীতিবিদ থেকে অভিনেতা সকলেরই রন্ধ্রে রন্ধ্রে ফাইনাল ম্যাচের উদ্দীপনা৷ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে যজ্ঞ-প্রার্থনা৷

কলকাতা: সকাল সকাল নাওয়া খাওয়া সেরে আপামর বাঙালি এখন শুধুই টেলিভিশনের দিকে তাকিয়ে৷ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ দেখতে কসুর করছেন না নেতামন্ত্রীরাও৷ কোথাও লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, কেউ বা গায়ে পরছেন বিরাটের জার্সি৷ সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রবিবেলার এই স্পেশাল দুপুর৷
জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনাল দেখাকে কেন্দ্র করে নিজের নিজের এলাকায় জনসংযোগ ছাড়ার সুযোগও ছাড়ছেন না তৃণমূল নেতারা৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজকে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে চলেছেন চেতলা অগ্রণী মাঠে৷ সেই জন্য মাঠে ইতিমধ্যেই লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন৷ খেলা দেখতে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন চেতলা ক্লাবের সদস্য সহ এলাকার স্থানীয় বাসিন্দারা৷
advertisement
advertisement
অন্যদিকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বন্ধুদের সাথে ক্লাবে বসে ম্যাচ দেখবেন। বিধায়ক তাপস রায় খেলা দেখবেন মাঠের মধ্যে বসে।
আরও পড়ুন: খুচরো বাজারে ছেয়ে যাচ্ছে ‘এক পাত্তি- দো পাত্তি’! আলু, পটলের সঙ্গে জাল নোট নিয়ে ফিরছেন না তো?
বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ৷ দুপুর ২টো থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া মহারণ৷ সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রী, রাজনীতিবিদ থেকে অভিনেতা সকলেরই রন্ধ্রে রন্ধ্রে ফাইনাল ম্যাচের উদ্দীপনা৷ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে যজ্ঞ-প্রার্থনা৷
advertisement
ফুটবল বিশ্বকাপ দেখতে ছুটে গিয়েছিলেন। ক্রিকেট বিশ্বকাপ নিয়েও তাঁর উৎসাহের অন্ত নেই৷ গত শনিবারই ফাইনাল ম্যাচের আগে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷
সূত্রের খবর, এদিন ভবানীপুরে জায়ান্ট স্ক্রিনে জমাটি আসর বসিয়ে খেলা দেখতে চলেছেন মদন মিত্র। জানা গিয়েছে, বিরাট জার্সি গায়ে খেলা দেখবেন মদন৷
advertisement
আরও পড়ুন: ফাইনাল দেখার বড্ড ইচ্ছে! ‘পহেলা বাইশ’ সেল থেকে এল জোরাল আবেদন…তারপর
বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, খেলার আড়ালে এই সময়ও নিজের নিজের এলাকায় জনসংযোগ সারার সুযোগ ছাড়ছেন না তৃণমূল নেতারা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
IND vs AUS ICC World Cup 2023 Final: বিরাটের জার্সি গায়ে খেলা দেখবেন মদন মিত্র! ফাইনালে স্পেশাল প্ল্যান নেতা মন্ত্রীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement