INDIA Alliance: ‘আমাদের জানায়নি পর্যন্ত’, রাহুলের যাত্রা নিয়ে ক্ষুব্ধ মমতা..তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন মমতার কড়া প্রতিক্রিয়ার পরে জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আপনারা ওঁর পুরো কথাটা শোনেননি৷ উনি বলেছেন, উনি বিজেপি-কে হারাতে চান৷ কিন্তু, তাতে রেড লাইট এবং স্পিড ব্রেকার আছে৷ রাহুল গান্ধিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন৷ আমরা সেই কথা মাথায় রেখেই আগামিকাল বাংলায় প্রবেশ করব৷’’
কলকাতা: বাংলায় কার্যত বিশ বাঁও জলে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ! মঙ্গলবার অসমে রাহুল গান্ধি যা-ই বলুন না কেন, বুধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে গোটা ছবিটা খানিক স্পষ্টই হয়ে গেল বলা যায়৷ এ দিন বর্ধমানের সভায় যাওয়ার আগে, হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই৷ আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে৷ বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত৷ কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷ তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব৷’’ তবে, মমতার এই ‘ভীষণ’ প্রতিক্রিয়ার পরেই তড়িঘড়ি ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে কংগ্রেস৷ প্রায় সঙ্গে সঙ্গেই বিবৃতি জারি করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোটের কথা আমরা ভাবতেই পারি না৷’
এদিন মমতার কড়া প্রতিক্রিয়ার পরে জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আপনারা ওঁর পুরো কথাটা শোনেননি৷ উনি বলেছেন, উনি বিজেপি-কে হারাতে চান৷ কিন্তু, তাতে রেড লাইট এবং স্পিড ব্রেকার আছে৷ রাহুল গান্ধিও তা-ই বলেছেন৷ আমরা সেই কথা মাথায় রেখেই আগামিকাল বাংলায় প্রবেশ করব৷’’
আরও পড়ুন: ১৬ এপ্রিলই কি শুরু হচ্ছে লোকসভা নির্বাচন? দিল্লির বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল, যা জানাল নির্বাচন কমিশন
প্রসঙ্গত, মঙ্গলবার অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ করে আগামিকাল, বৃহস্পতিবার কোচবিহার হয়ে বাংলায় প্রবেশ করার কথা রাহুল গান্ধির৷ অসমে যাত্রা শেষে একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি জানিয়েছিলেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক৷ তৃণমূলের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক৷ ফলে জোট যেরকম আছে, তেমনই থাকবে৷ দ্রুত আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ যদিও সেই কথায় কার্যত জল ঢাললেন মমতা৷ বললেন, কোনও কথা হয়নি৷ ফলে এগুলি ঠিক বলা হচ্ছে না৷
advertisement
advertisement
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ন্যায় যাত্রার আমন্ত্রণ’ না পাওয়া সম্পর্কেও প্রশ্ন করা হয় জয়রাম রমেশকে৷ তিনি যদিও জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের তরফে ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিক দলের কাছেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে৷ তার বলেই আগামিকাল কোচবিহার থেকে শুরু হচ্ছে বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা৷
আরও পড়ুন: হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস…২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শাহজাহানের বাড়িতে ইডি
এর আগে কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে ৩০০ আসনে একা লড়ার পরামর্শ দিয়েছিলেন মমতা৷ সেই কথাই মনে করিয়ে দিয়ে এদিনও মমতা বলেছেন, ‘৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না৷ ‘বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব,’ হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
January 24, 2024 2:30 PM IST