কলকাতায় চালু হল নতুন বিলাসবহুল হোটেল JWMarriott
Last Updated:
দিওয়ালির আগে কলকাতা উপহার পেল নতুন পাঁচতারা হোটেল JWMarriott ৷ বিলাশবহুল এই হোটেলটির শুভ উদ্বোধন হল
#কলকাতা: দিওয়ালির আগে কলকাতা উপহার পেল নতুন বিলাসবহুল হোটেল JWMarriott ৷ বিলাসবহুল এই হোটেলটির শুভ উদ্বোধন হল মঙ্গলবার দুপুর নাদাগ ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , অর্থমন্ত্রী অমিত মিত্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ৷
আন্তর্জাতিক মানের পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে উঠবে বাংলা। সেই কাজ শুরু করেছে রাজ্য সরকার। বাইপাসের ধারে নতুন পাঁচতারা হোটেলের উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুনিয়ার সেরা হোটেল সংস্থা ম্যারিয়েট ইন্টারন্যাশানাল বাইপাসের ধারে গড়ে তুলেছে নতুন পাঁচতাঁরা হোটেল। লগ্নির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি।
advertisement
advertisement
কলকাতার JWMarriott -এ মোট রয়েছে ২৮১টা রুম ৷ প্রত্যেকটি রুমই ৪২৮ স্কোয়ারফিট৷ রয়েছে স্পা, জিম, ব্রাইডাল রুম ৷ শুধু তাই নয়, JWMarriott উদ্বোধনের দিনেই চ্যালেঞ্জ ছুড়েছে শহরের অন্যান্য পাঁচতারা হোটেলকে ৷ শহরকে সবচেয়ে বড় কনফারেন্স হল উপহার দিচ্ছে JWMarriott ৷ রয়েছে সবচেয়ে বড় ইন্ডোর সুইমিং পুল ৷ JWMarriott উপহার দিচ্ছে শহরকে ক্লাসি ডাইনিং স্পেস!
advertisement
তবে শুধু কলকাতাতে নয়, শিলিগুড়িতে ৩০০ কোটি টাকায় হোটেলের কাজ শুরু করেছে সংস্থা। মুখ্যমন্ত্রীর দাবি, বিশ্বমানের পর্যটন পরিকাঠামো গড়ে তুলতে পরিকল্পনা নিয়েছে এ রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2016 7:49 PM IST