North Bengal: চা বাগানের জমিতে বে-আইনি নির্মাণ নয়, রাজ্যের তরফে কড়া হুঁশিয়ারি
- Published by:Shubhagata Dey
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
North Bengal: চা বাগানের মধ্যে বেআইনি নির্মাণ হলেই ব্যবস্থা। রাজ্যের তরফ থেকে কড়া হুঁশিয়ারি। একাধিক অভিযোগ জমা পড়েছে চা বাগানগুলি থেকে। বেআইনি নির্মাণ দেখলেই বিধায়করা অভিযোগ জানান।
কলকাতাঃ চা বাগানের মধ্যে বেআইনি নির্মাণ হলেই ব্যবস্থা। রাজ্যের তরফ থেকে কড়া হুঁশিয়ারি। একাধিক অভিযোগ জমা পড়েছে চা বাগানগুলি থেকে। বেআইনি নির্মাণ দেখলেই বিধায়করা অভিযোগ জানান। কোনওরকম ভাবেই চা বাগানের জমিতে বেআইনি নির্মাণ করতে দেবে না রাজ্য সরকার। বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণের মেনশনের উত্তরে বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক। চা বাগান লাগোয়া নদী থেকে ‘বেআইনি’ বালি-পাথর তোলা বন্ধ করতে এবার দার্জিলিং পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হল চা বাগান মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই)।
৩ ডিসেম্বর সংগঠনের তরফে পুলিশ সুপার, জেলাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। চা বাগান মালিকপক্ষের সংগঠনের অভিযোগে বলা হয়েছে, নকশালবাড়ি ব্লকের বহু পুরনো বেলগাছি চা বাগানের পাশে যে ভাবে ‘বেআইনি’ বালি-পাথর তোলা হচ্ছে, তা ভয়ানক পরিস্থিতিতে পৌঁছেছে। এই কাজ দ্রুত বন্ধ না হলে নদীখাত পরিবর্তণ হয়ে চা বাগানের একাংশ আগামী বর্ষায় বন্যায় ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ একমাত্র পরিচালক, যার কোনও ব্যর্থতা নেই! বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা! এত জনপ্রিয় পরিচালকের আসল নামই জানে কেউ
পুলিশ সূত্রের খবর, মহানন্দা, বালাসন, ডুমুরিয়া, মাঞ্ঝা বা মেচি নদীতে বালি মাফিয়ারা সক্রিয় বলে অভিযোগ। তা ছাড়া একাধিক চা বাগান বস্তি, জঙ্গল লাগোয়া ছোট নদী, ঝোরা থেকেও বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। নকশালবাড়ির বেলগাছি ছাড়াও জাবরা বাগানের চেঙ্গা নদী থেকে বালি তোলা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিটি সাদা চুল কুচকুচে কালো হবে গোড়া থেকে! ম্যাজিকের মতো কাজ ঘরোয়া ৫ টোটকায়! বয়স ধরতে পারবেন না
অটল চা বাগানের চেঙ্গা নদী, মেচি নদীর রকমজোত, নিউ চামটা, গুলমা, বালাসনের পুটিনবাড়ি এবং এমএম তরাই চা বাগান থেকে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ রয়েছে। এছাড়া জমিতে বেআইনি নির্মাণ বাড়ছে। সেই প্রসঙ্গে রাজ্যের অবস্থান জানালেন মন্ত্রী। এদিন বিধানসভায় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ চা বাগানের জমিতে বে-আইনি নির্মাণ নিয়ে সরব হন। অভিযোগ চা বাগানের কোটি টাকার জমিতে বে আইনি নির্মাণ কাজ চলছে। একাধিক বিরোধী দলের বিধায়কদের বক্তব্য বহু চা বাগানেই এই অবস্থা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2025 2:50 PM IST