Guess the Celebrity: একমাত্র পরিচালক, যার কোনও ব্যর্থতা নেই! বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা! এত জনপ্রিয় পরিচালকের আসল নামই জানে না কেউ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Guess the Celebrity: রমেশ সিপ্পি থেকে রোহিত শেঠি, এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা বহু তারকাকে সুপারস্টার বানিয়ে দিয়েছেন। তবে আপনি কি সেই তরুণ পরিচালককে চেনেন যিনি একাধিক চলচ্চিত্র তৈরি করেছেন? কিন্তু বক্স অফিসে কখনও ব্যর্থ হননি।
*সিনেমা জগতে এমন অনেক পরিচালক রয়েছেন, যারা একাধিক হিট ছবি উপহার দিয়ে মানুষকে চমকে দিয়েছেন। রমেশ সিপ্পি থেকে রোহিত শেঠি, এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা বহু তারকাকে সুপারস্টার বানিয়ে দিয়েছেন। তবে আপনি কি সেই তরুণ পরিচালককে চেনেন যিনি একাধিক চলচ্চিত্র তৈরি করেছেন? কিন্তু বক্স অফিসে কখনও ব্যর্থ হননি। এমন একজন মানুষ, যিনি মঞ্চে শুধু পরিচালক হিসেবে নয়, একজন ভক্ত হিসেবে বলেছিলেন, 'আমি শাহরুখেরর জন্য একটা সিনেমা বানাব'।
advertisement
advertisement
advertisement
*শঙ্করের সহকারী হিসাবে কাজ করার সময়, অ্যাটলি কোনও পরিবর্তন ছাড়াই তাঁর কাছ থেকে শেখা অনেকগুলি কৌশল পরিমার্জন করতে বিশেষজ্ঞ। অ্যাটলি আজ সাফল্যের শিখরে থাকলেও, তার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। অ্যাটলির আসল নাম অরুণ কুমার। ২৫ বছর বয়সে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। এন্থিরান পর্যন্ত শঙ্করের সহকারী পরিচালক হিসাবে কাজ করেন অ্যাটলি। তাঁর একক পরিচালিত প্রথম ছবি 'রাজা রানী'।
advertisement
advertisement
advertisement
*অ্যাটলির অন্য তারকাদের নিয়ে সিনেমা বানানো উচিত বলে অনেক সমালোচনা শুরু হয়। তখন অ্যাটলি বলেন, 'আমি শাহরুখের জন্য সিনেমা বানাব'। সমালোচনা সত্ত্বেও নিজের সাফল্য দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন তিনি। যখন লোকে ভাবছিল তিনি কাকে নিয়ে পরবর্তী ছবি বানাবেন, তখন জানা যায় তাঁর পরের সিনেমার হিরো শাহরুখ খান।
advertisement
advertisement
advertisement