সনি-ডাফি কম্বিনেশনে মাত মিনার্ভা

Photo Courtesy : Mohun Bagan

Photo Courtesy : Mohun Bagan

সনি নর্ডি-ড্যারেল ডাফি। স্কট-হাইতি কম্বিনেশনে সরোবরে মাত মিনার্ভা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: সনি নর্ডি-ড্যারেল ডাফি। স্কট-হাইতি কম্বিনেশনে সরোবরে মাত মিনার্ভা। আই লিগের মগডালে সবুজ-মেরুন। স্বপ্ন শুরু সবুজ-মেরুনে। শঙ্কায় আই লিগের বাকি নয়।

    সতেরোর সরোবরে স্বপ্ন দেখা শুরু সবুজ-মেরুনে। সতেরোর সরোবরে শঙ্কা শুরু বাকি নয়ের। সনি-ডাফি কম্বিনেশনে কি হতে পারে , তারই যেন টিজার মুক্তি পেল মঙ্গল সন্ধায়। সরোবরে ফালাফালা মিনার্ভা ডিফেন্স।

    দলের সঙ্গে যোগ দিয়েছেন দেরিতে। কিন্তু ক্লাসে তো আর মরচে পড়ে না। হাইতিয়ান তারকা বল ধরলেই কেঁপে যাওয়ার অবস্থা পঞ্জাবের দলের।

    কলকাতা লিগে একার কাঁধে টানতে পারেননি দলকে। সেই কারণে সমালোচনা কম হয়নি। আই লিগে জেজে, কাটসুমি, সনিদের পাশে পেতেই ঝলমল করে উঠছেন স্কটিশ স্ট্রাইকার। প্রথম ম্যাচে গোল ছিল না। তারপর স্কোরিং রেট যেভাবে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তাতে চারের আইএসএলে হিউমের পাশে অ্যাটলেটিকো কলকাতায় জোড়া স্কটিশ স্ট্রাইকার দেখলে অবাক হওয়ার নেই। সনি-ডাফি যতোক্ষণ ঝলমল করবে, আই লিগে ততোক্ষণ ঝলসাবে বাকি নয়।

    First published:

    Tags: I-League, Minerva, Mohun Bagan, Sony Norde