Higher Secondary Examination | HS Examination: ২৫ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? তোলপাড় সোশ্যাল মিডিয়া, কী জানাল শিক্ষা সংসদ, জেনে নিন স্পষ্ট

Last Updated:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর মে মাসের চতুর্থ সপ্তাহেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায়। যদিও আগে জুনের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করবে বলেই সংসদ জানিয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই ফল প্রকাশের সময়সীমা এগিয়ে আনা হচ্ছে বলেই সূত্রের খবর।

কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ২৫ মে হতে চলেছে। মঙ্গলবার সকাল থেকেই এমন একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইট জুড়ে। যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যেও। অস্বস্তিতে পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবশেষে সংসদ তাদের ওয়েবসাইটে নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল ওই বিজ্ঞপ্তি ভুয়ো ছিল৷ এর সঙ্গে সংসদের কোনও রকম সম্পর্ক নেই।
মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল সাইটে ভাইরাল হয় একটি বিজ্ঞপ্তি৷ সেখানে লেখা ছিল, আগামী ২৫ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। কোন কোন ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে, সেটাও উল্লেখ করা হয় ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকেও, নির্দেশ আদালতের
যদিও সংসদের নজরে আসার পরপরই সংসদের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের তরফে। সিদ্ধান্ত নেওয়া হলে, তা সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। তবে কী কারণে এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তি সোশ্যাল সাইটে ভাইরাল হল, তা নিয়ে তদন্ত চায় সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তারা সাইবার ক্রাইমে দ্বারস্থ হচ্ছে।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, মে মাসের চতুর্থ সপ্তাহেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায়। যদিও আগে জুনের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করবে বলে জানিয়েছিল সংসদ। কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সেই ফল প্রকাশের সময়সীমা এগিয়ে আনা হচ্ছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: বিরিয়ানি কিনতে এসে ভয়ঙ্কর পরিণতি! দোকানের সামনেই রক্তগঙ্গা, শিবপুরের ঘটনায় এবার রায়
ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন হয়ে জমা পড়ে গিয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। এবছর ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। ইতিমধ্যেই মে মাসে চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ করার লক্ষ্যমাত্রা দিয়ে সংসদের আধিকারিকদের নির্দেশও দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। প্রত্যেকবারের মতো এবারও প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
সংসদের তরফে জানানো হয়েছে, কোন কোন ওয়েবসাইট মারফত ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন, তা-ও বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া হবে সংসদের ওয়েবসাইটে। মে মাসের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ হলে সর্বকালীন রেকর্ড সময়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে দাবি করছেন সংসদের আধিকারিকরা। তবে, আপাতত শেষ মুহূর্তের কাজ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Higher Secondary Examination | HS Examination: ২৫ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? তোলপাড় সোশ্যাল মিডিয়া, কী জানাল শিক্ষা সংসদ, জেনে নিন স্পষ্ট
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement