হোম /খবর /কলকাতা /
দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় বড় নির্দেশ, কী বলল আদালত?

kolkata Highcourt | Darivit: দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকেও, নির্দেশ আদালতের

৫ বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দাড়িভিটের স্কুলে বিজ্ঞান ও বাংলার শিক্ষকের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ বাধে৷ সেই সময় গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের, নাম তাপস বর্মণ ও রাজেশ সরকারের।

  • Share this:

কলকাতা: উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ এর পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানান, ঘটনার দিন বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল, সেই কারণেই NIA তদন্তের নির্দেশ দেওয়া হল।

৫ বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দাড়িভিটের স্কুলে বিজ্ঞান ও বাংলার শিক্ষকের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ বাধে৷ সেই সময় গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের, নাম তাপস বর্মণ ও রাজেশ সরকারের।

আরও পড়ুন: বীরভূমে পা দিয়েই তারা মায়ের শরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের হাতে করলেন আরতি

মৃতদের পরিবারের তরফে অভিযোগ করা হয়, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ছাত্রের৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় নিহতদের পরিবার।

ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনকেও রিপোর্ট দিতে বলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এ বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

গত সোমবার শেষ হয়েছিল দাড়িভিট গুলিকাণ্ডের শুনানি৷ আজ রায় দিল আদালত৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Kolkata High court, Kolkata Highcourt