হাতে-কলমে ভিভিপ্যাটের ব্যবহার, জনসচেতনতায় জেলায় জেলায় প্রচার অভিযান
Last Updated:
#কলকাতা: ইভিএমে কারচুপি রুখতে এবার প্রতিটি ভোটকেন্দ্রেই থাকছে ভিভিপ্যাট। নতুন যন্ত্র নিয়ে ভোটারদের সচেতন করতে জেলায় জেলায় প্রচারে নেমেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সপ্তাহের শুরুতে স্কুল অফিস যাওয়ার তাড়া.. হন্তদন্ত হয়ে ছুটতে গিয়েও খানিক থমকে যাচ্ছে পথচলতি জনতা।
ভোটে স্বচ্ছতা আনতে এবছরই সব ভোটকেন্দ্রে প্রথম ভিভিপ্যাটের ব্যবহার শুরু হচ্ছে। নাম শুনলেও এখনও অনেকেরই অজানা ঠিক কীভাবে কাজ করবে ভিভিপ্যাট। নতুন যন্ত্রে ভোটারদের সড়গড় করতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় ঘুরে হাতে কলমে ভোটারদের দেখান হচ্ছে ভিভিপ্যাটের ব্যবহার।
-ভিভিপ্যাট অর্থাৎ ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল
advertisement
-বৈদ্যুতিন ভোটযন্ত্রের সঙ্গে থাকবে ভিভিপ্যাট মেশিন
advertisement
-ব্যালট ইউনিটে থাকবে সিরিয়াল নম্বর, প্রার্থীর নাম ও দলের প্রতীক
-পছন্দের প্রতীকে বোতাম টিপে ভোট
-বোতাম টিপলে ভিভিপ্যাটে ছাপা অক্ষরে দেখা যাবে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন
-৭ সেকেন্ড দেখা যাবে সামনের স্ক্রিনে
-স্লিপ জমা হবে নীচে রাখা বাক্সে
-সঠিক প্রার্থীর ঘরে ভোট পড়েছে নিশ্চিত হবেন ভোটার
মঙ্গলবার উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় ভিভিপ্যাট নিয়ে প্রচার চলে।
advertisement
পুরুলিয়া জেলা জুড়েও ভিভিপ্যাট নিয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে। নতুন যন্ত্রের ব্যবহার হাতে কলমে শিখতে পেরে খুশি ভোটাররাও।বহুবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার কাকে ভোট দিয়েছেন তা পরিষ্কার দেখতে পাওয়া যাবে ভিভিপ্যাটে। পরে কোনও অভিযোগ উঠলে ভিভিপ্যাটে জমা পড়া স্লিপের মাধ্যমে খতিয়ে দেখা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2019 9:17 PM IST