Metro Dairy Case: ভোটের কাজে ব্যস্ত, ইডি দফতরে হাজিরা দিলেন না স্বরাষ্ট্র সচিব

Last Updated:

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক আইএএস অফিসারকে তলব করেছে ইডি৷

#কলকাতা: মেট্রো ডেয়ারি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না রাজ্যের স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী৷ ভোটের জন্য ব্যস্ত রয়েছেন, এই যুক্তি দেখিয়েই এ দিন ইডি দফতরে হাজিরা দেননি স্বরাষ্ট্র সচিব৷ ই মেল করে ইডি-কে এ কথা জানিয়ে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন এইচ কে দ্বিবেদী৷
মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক আইএএস অফিসারকে তলব করেছে ইডি৷ তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালও৷
২০১৭ সালে নিজেদের হাতে থাকা মেট্রো ডেয়ারির সমস্ত শেয়ার একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল রাজ্য সরকার৷ সেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷
advertisement
ইডি সূত্রে জানা গিয়েছে, অতীতে প্রাণীসম্পদ বিকাশ দফতরে প্রধান সচিবের দায়িত্বে থাকাতেই রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করা হয়েছে৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করার পরেই তা নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এর পাশাপাশি আরও এক আইএএস অফিসার বি পি গোপালিকাকেও মেট্রো ডেয়ারি মামলাতেই আগামী ২৪ মার্চ সমন করেছে ইডি৷ যে সময় মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর হয়েছিল, তখন তিনি পশুপালন দফতরের প্রধান সচিব ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Dairy Case: ভোটের কাজে ব্যস্ত, ইডি দফতরে হাজিরা দিলেন না স্বরাষ্ট্র সচিব
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement