হোম /খবর /কলকাতা /
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে লগ ইন করুন News18Bangla.com-এ

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে লগ ইন করুন News18Bangla.com-এ

 ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে ও মার্কশিটের প্রিন্ট আউট নিতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷

  • Last Updated :
  • Share this:

 #কলকাতা: আজ অর্থাৎ ১৭ জুলাই , শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক সম্মেলনের পর বিকেল চারটে থেকে ওয়েবসাইটেই ফল দেখা যাবে। নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷ সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷

এবছর মোট ৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চলতি বছর ১২ মার্চ থেকে শুরু হয় পরীক্ষা ৷ তারপর করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় পরীক্ষা ৷ বাতিল হয়ে যায় ১৫ টি বিষয়ের পরীক্ষা ৷ বাকি থাকা বিষয়ের মূল্যায়ন কিভাবে করা হয়েছে তা আগামিকাল রেজাল্ট ঘোষণার সময়ই জানাবেন সংসদ সভাপতি ৷

মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষা বাকি ছিল তা হল এডুকেশন,ফিজিক্স, নিউট্রিশন,অ্যাকাউন্টেন্সি,সংস্কৃত, কেমিস্ট্রি,ইকোনমিক্স,জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, পার্শিয়ান, অ্যারাবিক,ফ্রেঞ্চ, জিওগ্রাফি,স্ট্যাটিসটিক্স,কস্টিং ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Published by:Elina Datta
First published: