Heavy Rain Situation: ঘাটালে বাঁধ ভেঙে বাড়ছে বিপদ...জলে ভাসছে হুগলির বড় অংশ! উদ্বিগ্ন সেচমন্ত্রী মানস ভুঁইয়া বললেন...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পাশাপাশি, মন্ত্রী জানান, ‘‘ডিভিসি'কে রোজ ইমেইল করছি। তাদের অনুরোধ করছি আমাদের জানিয়ে জল ছাড়ুন।’’
কলকাতা: ডিভিসি-র জল ছাড়া প্রসঙ্গে আবারও কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুইয়া৷ পাশাপাশি, গালুডি বাঁধেও জলের চাপ বাড়ছে বলে এদিন সাংবাদিকদের জানান তিনি৷ কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি৷
এদিন মানস বলেন, ‘‘তিক্ত অভিজ্ঞতা হচ্ছে আমাদের। টানা বৃষ্টি হয়ে চলেছে। ঝাড়্গ্রাম ও দুই মেদিনীপুরে হয়েই চলেছে বৃষ্টি। ৪৮ হাজার কিউসেক জল ডিভিসি, ৮৬ হাজার কিউসেক জল গালুডি ছেড়েছে। একদিকে গালুডি অন্যদিকে ডিভিসির প্রেসার বাড়ছে। এর পাশাপাশি ভরা কোটাল। যদিও আমাদের তীক্ষ্ণ নজর আছে। বন্যার প্লাবনে কি অবস্থা হচ্ছে তা তো কেন্দ্র আর দেখছে না। আমাদের রাজ্য প্রশাসন সবটা দেখছে। বাঁধে বাঁধে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে। জেলাশাসক ও জেলা পুলিশ সুপাররা আমাদের লাগাতার সাহায্য করছেন। হুরহুর করে জল ঢুকছে। এর ফলে পুরানো জমিদারি বাঁধ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। জল নামলেই ব্যবস্থা হবে। ঘাটালে জুন মাসে এমন অবস্থা আগে কখনও হয়নি।’’
advertisement
advertisement
মন্ত্রী জানান, বেশি সমস্যা এখন ঘাটাল ও হুগলির বড় অংশ, বাঁকুড়া, পাঁশকুড়া ও তমলুকের একটা অংশ। ঘাটাল ও চন্দ্রকোণা ১, আনন্দপুর এখানে কয়েকটা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘‘ঘাটালে আমরা হার মানিনি। কাজ চালিয়ে যাচ্ছি।’’
advertisement
পাশাপাশি, মন্ত্রী জানান, ‘‘ডিভিসি’কে রোজ ইমেইল করছি। তাদের অনুরোধ করছি আমাদের জানিয়ে জল ছাড়ুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 14, 2025 5:32 PM IST