Indian Railways: AC কোচে চুপচাপ বসেছিল মহিলা...TTE আসতে হাতে ধরাল একগোছা কাগজ! বলল...যা হল তারপর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই আর্থিক বছরে, এপ্রিল-২০২৫ থেকে জুন-২০২৫ পর্যন্ত, ১০টি অবরোধ চেক, ৫টি আকস্মিক, ৩টি স্পট এবং ৫৬টি ম্যাজিস্ট্রেট চেক পরিচালিত হয়েছে, যার ফলে টিকিটবিহীন ভ্রমণকারী ৬৩৫০৬ জন যাত্রীর কাছ থেকে ৪.৬৪ কোটি টাকা, অনিয়মিত ভ্রমণকারী ৬৫২৯৪ জন যাত্রীর কাছ থেকে ৩.২৯ কোটি টাকা, বুকিংবিহীন লাগেজধারী ৩১ জন যাত্রীর কাছ থেকে ৩৫,১০০ টাকা এবং আবর্জনা ফেলার অভিযোগে ১৫৪২ জন যাত্রীর কাছ থেকে ১.৬৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩০৩৭৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৭.৯৬ কোটি টাকা আয় হয়েছে। জুন মাসে টিকিট চেকিং আয়ের ক্ষেত্রে ভালো পারফর্মেন্স দেখা গেছে। বোর্ডে টিকিট চেকিং ধারাবাহিকভাবে করা হচ্ছে। যাত্রীদের কেবল সঠিক ভ্রমণ টিকিট নিয়ে এবং নির্ধারিত সীমার বাইরে লাগেজ বুক করে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ভোর সাড়ে ৩টে-৪টে থেকে শুরু হয় লোকাল ট্রেন পরিষেবা। লাস্ট লোকাল চলে সেই মধ্যরাত পর্যন্ত৷ গরিব, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত ভারতীয়দের লাইফলাইন হল ইন্ডিয়ান রেলওয়ে৷ আর ইন্টারসিটি, সুপার ফাস্ট এবং এক্সপ্রেস হল তাঁদের দূরের যাতায়াতের মাধ্যম৷ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] সঙ্গে সঙ্গে সেই মহিলা TTE হাতে একগুচ্ছ ট্রেনের টিকিটের কাগজ ধরিয়ে দেন৷ বলেন, ‘‘এর মধ্যেই আছে, একটু খুঁজে নিন৷’’ তখনই TTE বুঝতে পারেন মহিলার চালাকি৷ সঙ্গে সঙ্গে ওই যাত্রীর উপরে বিনা টিকিটে ট্রেনের এসি কোচে চড়ার জন্য বড় জরিমানা করে দেন তিনি৷ যাত্রীকে নামিয়ে দেওয়া হয় পরবর্তী স্টেশনে৷ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
এই আর্থিক বছরে, এপ্রিল-২০২৫ থেকে জুন-২০২৫ পর্যন্ত, ১০টি অবরোধ চেক, ৫টি আকস্মিক, ৩টি স্পট এবং ৫৬টি ম্যাজিস্ট্রেট চেক পরিচালিত হয়েছে, যার ফলে টিকিটবিহীন ভ্রমণকারী ৬৩৫০৬ জন যাত্রীর কাছ থেকে ৪.৬৪ কোটি টাকা, অনিয়মিত ভ্রমণকারী ৬৫২৯৪ জন যাত্রীর কাছ থেকে ৩.২৯ কোটি টাকা, বুকিংবিহীন লাগেজধারী ৩১ জন যাত্রীর কাছ থেকে ৩৫,১০০ টাকা এবং আবর্জনা ফেলার অভিযোগে ১৫৪২ জন যাত্রীর কাছ থেকে ১.৬৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩০৩৭৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৭.৯৬ কোটি টাকা আয় হয়েছে। জুন মাসে টিকিট চেকিং আয়ের ক্ষেত্রে ভালো পারফর্মেন্স দেখা গেছে। বোর্ডে টিকিট চেকিং ধারাবাহিকভাবে করা হচ্ছে। যাত্রীদের কেবল সঠিক ভ্রমণ টিকিট নিয়ে এবং নির্ধারিত সীমার বাইরে লাগেজ বুক করে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। Generated image