ফুটপাথে বসে দুধ বিক্রি করে নিত্য ঠাকুর পুজোর খরচ জোগাড় করেন ৭৫-এর বৃদ্ধা

Last Updated:

বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী। প্রতিদিন নিয়ম করে দু - বেলা পুজো হয়, সেই খরচ বহন করেন বৃদ্ধা নিজেই...

 #কলকাতা: ৭৫ বছর বয়সি অনিমা চট্টোপাধ্যায়, বাড়ি হাতিবাগানে,  ৭৯/এ রাজা নবকৃষ্ণ স্ট্রিট। ১৬ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই থাকেন অনিমাদেবী। বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী। প্রতিদিন নিয়ম করে দু - বেলা পুজো হয়, সেই খরচ বহন করেন বৃদ্ধা নিজেই।
পুজোয় প্রতি মাসে খরচ হয় দেড় হাজার টাকা মতো, বৃদ্ধা সেই টাকা রোজগার করেন হরি ঘোষ স্ট্রিটের ফুটপাথে বসে। প্রতিদিন সকাল সাড়ে পাঁচটার সময়  দুধের গাড়ি থেকে দুধের প্যাকেট নিয়ে ফিটপাথে বসে বিক্রি করেন, বাড়ি বাড়িও পৌঁছে দেন দুধ।  তাঁর বক্তব্য, পুজোর জন্য প্রতি মাসে  ব্রাহ্মণ ঠাকুর নেন ৬০০ টাকা ,ফুলের খরচ ৫০০ টাকা, বাকি টাকা লাগে   ধূপ, ধুনো, ফল,মিষ্টি কিনতে ।
advertisement
ঠাকুর পুজোর টাকা কারও থেকেই নেন নে ৭৫ বছরের অনিমাদেবী, নিজেই রোজগার করেন! বৃদ্ধার বড় ছেলে শ্রীমান চট্টোপাধ্যায়ের কথায় ' মা ঠাকুর নিয়েই থাকেন। বাবা মারা যাওয়ার পর তা আরও বেড়েছে। আমরা নিষেধ করি, উনি শোনেন না। বলেন ঘরে বসে থাকলে আয়ু কমে যাবে।তাই সকালে উঠেই বেরিয়ে যান। ঠাকুরের সমস্ত খরচা নিজেই জোগাড় করেন।'
advertisement
advertisement
রাজা নবকৃষ্ণ স্ট্রিটে মেহেতাব আলমের দোকানের সামনে বসেন বৃদ্ধা। মেহতাবের বয়স তা প্রায় ৬৫, ছোট থেকেই দেখছেন অনিমাদেবীকে।  তাঁর ভাষায়, ''  লকডাউনেও প্রতিটি বাড়িতে সকালে নির্দিষ্ট সময়ে দুধ পৌঁছে দিয়েছেন।'' তবে হ্যাঁ, ফুটপাথে দোকান হলে কি হবে ? মাস্ক না পরে এলে দুধ বিক্রি করেন না অনিমাদেবী।
Sanku Santra
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফুটপাথে বসে দুধ বিক্রি করে নিত্য ঠাকুর পুজোর খরচ জোগাড় করেন ৭৫-এর বৃদ্ধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement