কলকাতায় আনা হচ্ছে অমিতাভ মালিকের দেহ, গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা
Last Updated:
দীপাবলির সময় আর বাড়ি ফেরা হল না। আজ মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছবে অমিতাভ মালিকের নিথর দেহ।
#কলকাতা: দীপাবলির সময় আর বাড়ি ফেরা হল না। আজ মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছবে অমিতাভ মালিকের নিথর দেহ। ঘরের ছেলের অপেক্ষায় শোকস্তব্ধ পরিবার, পাড়া-প্রতিবেশী। শিলিগুড়ি থেকে মরদেহ আনা হচ্ছে কলকাতায়। বিমানবন্দরে যাবেন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ও জ্যোতিপ্রিয় মল্লিক। বিমানবন্দর থেকে মরদেহ পৌঁছবে মধ্যমগ্রামের বাড়িতে। সেখানে দেওয়া হবে গানস্যালুট। থাকবেন ডিআইজি তন্ময় রায়চৌধুরী।
গুরুংপন্থী মোর্চা-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত এসআইয়ের নাম অমিতাভ মালিক ৷ ঘটনায় জখম হয়েছেন ৪ জন ৷ পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ ৷
বিমল ও অনুগামীদের লুকিয়ে থাকার খবর পেয়ে লিম্বু বস্তিতে বিমল গুরুংয়ের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ ৷ দু’পক্ষের ব্যাপক গুলির লড়াই হয় ৷ সেখানেই মৃত্যু হয় এসআই-এর ৷ অভিযানে গিয়ে পাতলেবাসের কাছে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2017 1:26 PM IST