#কলকাতা: প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ এবার কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে না পেরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের আক্ষেপ ৷ নোবেলজয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্ষেপ জানিয়ে তিনি বলেন, ‘আপনাকে ডিলিট দিতে পারলাম না এই আক্ষেপ আমার সারাজীবন থাকবে ৷’
নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুনলেন গো ব্যাক স্লোগান। শেষমেশ তাঁকে ছাড়াই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপালের বদলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিট তুলে দেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেখানে যোগ দিতে গিয়ে এ ভাবেই ছাত্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। এনআরসি-সিএএর বিরোধিতা। সঙ্গে চলল ‘রাজ্যপাল গো ব্যাক’ স্লোগান। পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মাঝেই গাড়িতেই বসে রইলেন রাজ্যপাল ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তুমুল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল ধনখড় ৷ তবে এই অশান্ত পরিস্থিতির মধ্যেই সমাবর্তন অনুষ্ঠানে এলেন নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে রাজ্যপাল নজরুল মঞ্চের সামনে থেকেই বিদায় নিলেন ৷ অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে পড়ুয়াদের শান্ত হওয়ার অনুরোধ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘শান্ত হও, রাজ্যপাল আসছেন না ৷’ উপাচার্যের এই নজিরবিহীন ঘোষণার ঠিক পরেই নজরুল মঞ্চ ছাড়েন রাজ্যপাল। রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পরে শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান।সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়েই ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ নোবেলজয়ী অভিজিতের হাতে সম্মান তুলে না দিতে পারার আক্ষেপের সঙ্গে তিনি লেখেন, ‘নোবেলজয়ীর সম্মান আগে: ধনখড়, তাই সমাবর্তন ছেড়ে এলাম ৷’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Calcutta University Convocation, D.lit Degree, D.Lit recipients, Governor Jagdeep Dhankhar, Jagdeep Dhankhar, Nobel laureate Abhijit Vinayak Banerjee