পিপিপি মডেলে বিনিয়োগে জোর দিতে চাইছে কেন্দ্র, ভোল পাল্টে যাবে কলকাতা বন্দরের

Last Updated:

ইতিমধ্যেই কলকাতা ও হলদিয়া বন্দরের একাধিক বিষয়ে এই মডেল অনসরণ করতে চলেছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক৷ বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: আগামী দিনে বন্দরে পিপিপি মডেলে বিনিয়োগের ওপর জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই কারণে বন্দরে আগামী দিনে চালু হতে চলেছে বাড়িওয়ালা মডেল। বেসরকারি উদ্যোগে পিপিপি মডেলে পরিষেবা দেওয়া হবে। এর ফলে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে যে আয়ের লভ্যাংশ আসবে সেটাই আগামী দিনে কলকাতা বন্দরের আয় হবে।
ইতিমধ্যেই কলকাতা ও হলদিয়া বন্দরের একাধিক বিষয়ে এই মডেল অনসরণ করতে চলেছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক৷ বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আগামী ৫ বছরে ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হলদিয়ায়  অশোধিত তেল আমদানি, স্টোরেজ ও ডেসপ্যাচ টার্মিনাল গড়ে তুলতে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ জমা দিয়েছে ব্রহ্মপুত্র ক্র‌্যাকার্স অ্যান্ড পলিমার লিমিটেড। চেয়ারম্যানের মতে, পিপিপি মডেলে খিদিরপুর ডকে অন্তর্দেশীয় জলপথ পরিবহণে ১৮০ কোটি টাকার যৌথ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এখানকার নেতাজি সুভাষ ডকের ৪ নং বার্থের কাজ শেষের মুখে। ২, ৩ ও আউটার টার্মিনালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। গোটাটাই হবে পিপিপি মডেলে। মোট ৭৫০ কোটি টাকার এই তিন প্রকল্প ছাড়াও আগামী সাত-আট বছরের মধ্যে আরও ২৫০০ কোটি টাকা বেসরকারি লগ্নি  কলকাতা বন্দর পেতে চলছে বলে জানান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী
বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের আরও বক্তব্য, হুগলির বলাগড়ে ৪০০ কোটি টাকায় গেট প্রশস্তকরণ ও জেটি দু’টির আধুনিকীকরণের প্রস্তাব রয়েছে। মূলত দুর্গাপুর, আসানসোল-সহ উত্তরমুখী পণ্য পরিবহণকে মসৃণ করতেই এই ভাবনা। “পাশাপাশি ফ্লোটিং ক্রেনের সুবিধা বাড়াতে ৭৫ কোটি টাকায় পিপিপি মডেলে ডায়মন্ড হারবার ও সাগরে ১৫ বছরের চুক্তিতে ফ্লোটিং ক্রেন বসাতে চলেছি আমরা।” মন্তব্য তাঁর। উল্লেখ্য, কয়েক বছর আগে কেপসাইজ জাহাজ টানার জন্য গভীর সমুদ্রে বেসরকারি উদ্যোগে দু’টি ফ্লোটিং ক্রেন বসলানোর পর উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।আপাতত লক্ষ্য একাধিক ডকে বিনিয়োগ টানা। আর সেই কাজে সাফল্য এসেছে খিদিরপুর ডকে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পিপিপি মডেলে বিনিয়োগে জোর দিতে চাইছে কেন্দ্র, ভোল পাল্টে যাবে কলকাতা বন্দরের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement