রাজ্যে সরকারি চাকরির সুযোগ! ৪টি দফতরে ৫৩টি শূন্য পদে নিয়োগ হবে! সরাসরি পুলিশের চাকরি পাবেন কারা?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চারটি দফতরে ৫৩টি শূন্য পদ সৃষ্টি ও পদকজয়ী ক্রীড়াবিদদের পুলিশে সরাসরি নিয়োগের নিয়মাবলী অনুমোদিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
কলকাতা: সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চারটি দফতরে নতুন করে শূন্য পদ সৃষ্টি এবং পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য পুলিশে সরাসরি নিয়োগের নিয়মাবলীতে সম্মতি জানানো হয়েছে।
সূত্রের খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য ও সরবরাহ দফতর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) এবং বস্ত্র শিল্প দফতর—এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগে মোট ৫৩টি শূন্য পদ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, এই পদগুলির মধ্যে বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার অনুমোদনের পর খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।
advertisement
advertisement
advertisement
এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধিরও অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন।
সরকারি সূত্রের ব্যাখ্যা, এই উদ্যোগে যেমন ক্রীড়াবিদদের মর্যাদা দেওয়া হচ্ছে, তেমনই তাঁদের প্রশাসনিক পরিকাঠামোয় যুক্ত করার মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 5:46 PM IST