Government Fund Missing: ট্যাব, লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা! কোন অ্যাকাউন্টে গিয়েছে গায়েব হওয়া টাকা? তদন্তে চাঞ্চল্য, বড় বৈঠক নবান্নে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Government Fund Missing: ট্যাব তদন্ত নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ বিকেল পাঁচটা থেকে উচ্চপর্যয়ের বৈঠক নবান্নে করবেন মুখ্য সচিব।
কলকাতা: ট্যাব তদন্ত নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক। উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ বিকেল পাঁচটা থেকে উচ্চপর্যয়ের বৈঠক নবান্নে করবেন মুখ্য সচিব। পাশাপাশি, আজ, সোমবারই বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার কথা রাজ্যের। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি। স্কুল শিক্ষা দফতরের সচিব-সহ কয়েকজন আধিকারিকদের পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকও।
ট্যাব তদন্তে এখনও পর্যন্ত কী কী রিপোর্ট উঠে এল? পুলিশি তদন্তে কী উঠে এল?
সমস্ত বিস্তারিত রিপোর্ট নেবেন মুখ্য সচিব। জানা গিয়েছে, ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে মিলেছে লক্ষীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা। তা নিয়েও পুলিশি তদন্তে কি উঠে এলো? রিপোর্ট নেবেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।আজই ট্রেজারির মাধ্যমে বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার কথা রাজ্যের।
advertisement
advertisement
প্রসঙ্গত, পড়ুয়াদের ট্যাবের টাকা কোথায় গেল, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্তে পুলিশ। র্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। গোটা বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষ পর্যায় আধিকারিকদেরও।
advertisement
২০২২ সালেও ট্যাবের টাকা গায়েব নিয়ে একই ঘটনা ঘটেছিল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছিল। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়। সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে দুই পুলিশ জেলার এসপির থেকে রিপোর্ট চেয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 11:37 AM IST