এবার খাদ্য দফতর, 'নিয়োগ চাই' দাবিতে অনড় আন্দোলনে চাকরিপ্রার্থীরা

Last Updated:

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেডের অফিসের বাইরে বিক্ষোভ দেখান। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই নিজেদের প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা।

খাদ্য দফতরে 'নিয়োগ চাই' দাবি
খাদ্য দফতরে 'নিয়োগ চাই' দাবি
#কলকাতা: ফের নিয়োগের দাবিতে প্রতিবাদ রাজ্যে। এবার খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। ২০১৮ সালে ফুড এস আই পদে মেধা তালিকাভুক্তরা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেডের অফিসের বাইরে বিক্ষোভ দেখান। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই নিজেদের প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি, 'দীর্ঘ ২২ মাসের আইনি জটিলতার জট কাটলেও এখনও ৯৫৭ জন প্রার্থীর মধ্যে ৮৫৭ জন চাকরি পায়নি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করি'। স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের মাঝে ফের নতুন করে খাদ্য দফতরে নিয়োগের দাবিতে আন্দোলনের খবর আপাতত সংবাদ শিরোনামে।
এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বক্তব্য, 'স্যাট পিএসসিকে নির্দেশ দিয়েছিল রিভাইস প্যানেল করে নিয়োগ করতে বলেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পিএসসি হাইকোর্টে গেছে। পিএসসি যতক্ষণ না পাঠাচ্ছে ততক্ষণ আমাদের পক্ষে নিয়োগ করা সম্ভব হচ্ছে না। আমাদের এখানে পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়। সরাসরি আমাদের নিয়োগ প্রক্রিয়া নেই। তাই পিএসসি প্যানেল পাঠালে নিয়োগ হবে। আমরা তো নিয়োগ করতে চাই। আমাদের কাছে প্যানেল পাঠালে নিয়োগ করা হবে। '
advertisement
advertisement
শান্তিপূর্ণ সমাবেশে প্রতিবাদ শান্তিপূর্ণ সমাবেশে প্রতিবাদ
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
জানা গিয়েছে, ২০১৭ সালের শেষে বিজ্ঞপ্তি জারি করা হয় খাদ্য দফতরের তরফে। রাজ্য সরকারের খাদ্য দফতরে এসআই পদে নিয়োগের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এর পর ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে মেধাতালিকা প্রকাশ করা হয়। ২০২১-এর ফেব্রুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনুত্তীর্ণ কয়েকজন মামলা করেন।
advertisement
আরও পড়ুন: চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে খুন, বারুইপুরে নৃশংস কাণ্ড! জালে ১২
আইনি জটিলতাতে আটকে যায় নিয়োগ। যদিও পরবর্তীতে আইনি জটিলতা মিটে যায় এবং মেধাতালিকা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তালিকার ৯৫৭ জনের নিয়োগ হওয়ার কথা হয়। অভিযোগ, ১০০ জনের নিয়োগ হলেও বাকিদের নিয়োগ আটকে রয়েছে। তাঁদের নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা।
advertisement
অমিত সরকার
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার খাদ্য দফতর, 'নিয়োগ চাই' দাবিতে অনড় আন্দোলনে চাকরিপ্রার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement