দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গত ২ মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিলেন ওই যুগল।

সল্টলেকের গেস্ট হাউজে দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
সল্টলেকের গেস্ট হাউজে দেহ উদ্ধার (প্রতীকী ছবি)
#কলকাতা: সল্টলেকের গেস্টহাউসে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃত্যু ঘিরে ঘনীভূত একাধিক রহস্য। বিবস্ত্র প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার যুবকের নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, গত ২ মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিলেন ওই যুগল।
পুলিশ সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানা অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে পুলিশের কাছে গতকাল রাতে ফোন আসে যে তাদের একটি রুমের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে যার জন্যে অন্য গেস্টদের সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন এক যুবতী। পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা নিথর পরে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: এক লটারিতেই ১ কোটি জয় অনুব্রতর! সেই রহস্য-ভেদে এবার আসরে CBI, সংকট চরমে
পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে ওই গেস্ট হাউসে এই রুমটি বুক করা হয় নির্ঝর চৌধুরীর নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তাঁর প্রেমিকা অনুশীলা চৌধুরী বসবাস করতেন। গতকাল এই যুগলের মধ্যে বচসা হয় এবং মারধরের ঘটনা ঘটে বলেও পুলিশ সূত্রে খবর। ওই যুবতীর দেহে এবং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রতি ঘণ্টায় ৪০০ টাকা বেতনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে, আজই আবেদন করুন
বৃহস্পতিবার যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। কী কারণে এই যুবকের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে অন্যের নামে কী করে এই যুগল গেস্ট হাউস রুম বুক করলেন এবং এতদিন থাকলেন সেই বিষয় নিয়ে ফের একবার প্রশ্নের মুখে বিধাননগর পুলিশ।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement