Firhad Hakim: ভোট শেষ, গুরুদায়িত্ব সামলে এবার একেবারে অন্য ফিরহাদ হাকিম! 'সঙ্গী' মুন্নাভাই
- Published by:Suman Biswas
Last Updated:
Firhad Hakim: ভোট শেষ, সিনেমা, পরিবার নিয়ে রিল্যাক্স মুডে ফিরহাদ হাকিম।
#কলকাতা: আট মাসে তিন বার ভোট সামলালেন তিনি। এর মধ্যে,
রোদে পুড়ে, জলে ভিজে বিধানসভা ভোটের ৩ মাস রাজ্য জুড়ে প্রচার চালিয়েছেন। পুজোর আগে রোদে পুড়ে, জলে ভিজে দেড় মাস উপনির্বাচনের প্রচার সেরেছেন। আর ঠান্ডায় কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে করেছেন প্রচার। রাজনীতির মারপ্যাঁচ, ভোটের অঙ্ক সাজাতে সাজাতে পেরিয়ে গেছে এই ক'টা দিন। তাই আজ থেকে আগামী কয়েকদিন হাল্কা খাবার, গভীর ঘুম আর সঙ্গী থাকবে মুন্না ভাই ও হ্যালো ব্রাদার। এদের দু'জনকে সঙ্গে নিয়েই আজ থেকে নতুন বছরের শুরুর আগে পর্যন্ত সময় কাটাবেন চেতলার ববি হাকিম (Firhad Hakim)।
advertisement
এর মাঝে পুরসভার ভোটের ফলাফল ঘোষণা থাকলেও কলকাতায় তাদের দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন মেয়র। তাই আদরের নাতনিকে নিয়েই চলবে আগামী কয়েকদিন আনন্দ। কলকাতা পুরসভার আসনের জয় নিয়ে শাসক দলের অন্দরে কোনও অনিশ্চয়তা নেই। তাই ভোট মিটতেই রাজনীতির খবর থেকে আপাতত দূরে থাকতে চান তিনি। ফিরহাদের সহাস্য উত্তর, "এই ৬২ বছর বয়সে আর টেনশন নিতে ভালো লাগছে না। আমি টেনশন কাটাতে মুন্নাভাই এম বি বি এস দেখতে ভালোবাসি। এর মধ্যেও ১৪ বার দেখে ফেলেছি। এবার আবার দেখব। সঙ্গে আমার হ্যালো ব্রাদারের অর্ধেক দেখা বাকি আছে। আমি আগেও দেখেছি। কিন্তু যতবার দেখি, ততবার আমার ভালো লাগে।"
advertisement
advertisement
তার কথায়, "আমরা সারাবছর মানুষের পাশে থাকি। আমি এলাকার প্রতি মানুষের কাছে থাকি। এলাকার প্রতি মানুষের কাছে পৌঁছই। তাঁরাও আমাদের সুখে দুঃখে পান। আমরা ভোট পাখি নই। তাই আমরা ভোট, ভোটে জেতা তা নিয়ে আমাদের কোনও সংশয় নেই।" নিজেই একাধিকবার বলেছেন, তাঁর লড়াই নিজের স্বার্থে। তাঁর লড়াই প্রতিবার মার্জিন বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। আর সেই লক্ষ্য তাঁর পূরণ হয়েছে বলেই মত কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিমের।
advertisement
সিনেমা দেখা, ক্লাবে বসে আড্ডা দেওয়া, নাতনির সাথে খুনসুটি সবই চলছে-চলবে। এর পাশাপাশি অবশ্য তিনি নজর দিচ্ছেন বা খোঁজ নিচ্ছেন স্বাস্থ্য নিয়েও। ভোট হয়ে গেলেও, একাধিক জায়গা থেকে ফোন আসছে বেড চাই, টিকা চাই। সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন আবার একই সঙ্গে ব্যবস্থাও করে দিচ্ছেন। ফলে ভোট মিটলে তারকা প্রার্থী বা সিনিয়র নেতা মন্ত্রীরা নানা ভাবে সময় কাটালেও হাসির উপাদান আর বিপদের সময় মানু্ষকে সাহায্য করা, এই দুইয়ে মিলিয়েই রয়েছেন চেতলার ববি, থুড়ি তৃণমূলের ফিরহাদ হাকিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2021 9:00 AM IST