হোম /খবর /কলকাতা /
নেতাজী থাকলে CAA হতোই না: ফিরহাদ হাকিম

নেতাজী থাকলে CAA হতোই না: ফিরহাদ হাকিম

নেতাজি জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমানে বেঁচে থাকলে আজ দেশের এমন অবস্থা হত না ৷ তিনি থাকলে আজ নাগরিকত্ব আইন জারি হত না ৷ নেতাজি জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন ৷ দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্কসার্কাস সারা দেশেই জ্বলছে প্রতিবাদের আগুন ৷ CAA বিরোধীতায় বাংলার শাসক দল তৃণমূলও ৷ নেতাজির ১২৩ তম জন্মদিবসেও উঠে এল সেই প্রসঙ্গ ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলতে শুরু করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, নেতাজি সর্বধর্ম সমন্বয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ৷ তাঁর একপাশে থাকতেন ধিঁল্লোন, আরেক পাশে শাহনওয়াজ খান ছিলেন ৷ আজ তিনি থাকলে এই CAA হতোই না ৷ যারা এই সব আইন করে দেশভাগের চক্রান্ত করছেন, তারা নেতাজিকে অপমান করছেন ৷’দেশের আইডল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ বাঙালি ৷ নেতাজির জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন,‘কদম কদম বাড়ায়ে যা…দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ওনার দেশপ্রেমের চেতনা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করুক ৷’ এদিন তাঁর ১২৩ তম জন্মজয়ন্তীতে, নেতাজির জন্মদিনকে ফের জাতীয় ছুটি ঘোষণা দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পড়শী রাজ্য ঝাড়খন্ড সরকারও ২৩ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে ৷
Published by:Elina Datta
First published:

Tags: CAA, CAA protest, Firhad Hakim, Netaji Birth Anniversary, Netaji Jayanti