Firhad Hakim|| 'পথ কুকুরদের প্রতি যত্নবান না হলে ভোট বিরুদ্ধে যাবে', কাদের সতর্ক করলেন ফিরহাদ হাকিম?

Last Updated:

Firhad Hakim meeting: রাস্তার কুকুরদের জন্য বড়সড় পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে নির্বীজকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফিরহাদ হাকিম। ফাইল ছবি।
ফিরহাদ হাকিম। ফাইল ছবি।
#কলকাতা: রাস্তার কুকুরদের জন্য বড়সড় পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে নির্বীজকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তর কলকাতার স্টার থিয়েটারে সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে রাস্তার কুকুরদের চিকিৎসা-সহ আরও বেশকিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা আলোচনা হয়। কিন্তু পাড়া থেকে কুকুদের তুলতে গেলে সারমেয় প্রেমীদের বাধার মুখে পড়তে হয়। সে ক্ষেত্রে কাজটি করতে অনেক সময়েই সমস্যায় পড়তে হয় পুরসভাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন জন সচেতনতা। যার জন্য জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগ নিতে হবে। এ দিন ওই কর্মসূচিতে এই কথাটিই আলোচনায় উঠে এসেছে। বক্তব্যে সেই সমস্যার কথাও তুলে ধরেছেন আগত জন প্রতিনিধিরা। অনিন্দ্য রাউত জানান, পাড়ায় যখনই কুকুরের গাড়ি ঢোকে সবার আগেই টের পেয়ে যায় রাস্তার কুকুরগুলো। এলাকা ছেড়ে পালাতে থাকে। এরপর কুকুর প্রেমী মানুষেরাও বাধা হয়ে দাঁড়ায়। ফলে মূল উদ্দেশ্যটাও অনেক শ্লথ হয়ে যায়।
কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ ছাড়াও পুরসভাকে আর একটি জিনিসের প্রতিও লক্ষ্য রাখতে হয়। সেটা হল জলাতঙ্ক রোগ। এর জন্য কুকুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ প্রয়োজন। কলকাতা পুরসভা যথেষ্ট সাফল্যের সঙ্গে সেই কাজ করলেও আরও বেশি গতি আনার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্ঠ আধিকারিকদের৷ অনুষ্ঠানে আগত প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "জলাতঙ্ক মানে সুনিশ্চিত মৃত্যু। সারা পৃথিবীতে বছরে ৭০ হাজার মানুষের শিকার। কলকাতায় এক লক্ষের কাছাকাছি পথ কুকুর আছে। তাই আমাদের সামনে দুটো কাজ। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও আমাদের কাজটা করে যাওয়া। আমরা আমাদের দফতর থেকে এক কোটি দুলক্ষ টাকা দিয়েছি। মানুষের চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল যেমন রাজ্যে আছে তেমনি পশুদেরও জন্যেও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বেলগাছিয়াতে আধুনিক হাসপাতাল হবে। জলাতঙ্ক থেকে বাঁচার জন্য সচেতনতা প্রয়োজন। আর আমরা সবাই পশু প্রেমী।"
advertisement
advertisement
আরও পড়ুন: অবসর নেওয়ার পর প্রয়াতও হয়েছেন, সেই শিক্ষকের খোঁজে স্কুলে এল বিহার পুলিশের চিঠি!
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাস্তার কুকুরদের নিয়ে সমাজে দুটো ভাগ আছে। একদল কুকুরকে খাওয়ায় আর এক দল কুকুরকে তাড়ায়। আর আমরা হলাম এই দু'য়ের মাঝে রেফারি। একবার আমি নিজে এই সমস্যায় পড়েছিলাম। চেতলা পার্কে মর্নিং ওয়াকাররা একবার অভিযোগ জানিয়েছিলেন পার্কে কুকুরের মল পড়ে থাকায় তাঁদের সমস্যা হয়। পরে জানা গেল পার্কে কুকুরকে খাওয়ানো হয় বলেই সেখানে কুকুর ভিড় করে। কিছুদিন পকেটের টাকা খরচ করে পরিষ্কার করার ব্যবস্থা করা হলেও পরবর্তী সময়ে কুকুরের খাওয়ানোর জন্য অন্যত্র ব্যবস্থা করতে হয়। কিন্তু একদিন হঠাৎ তৎকালীন বিধায়ক দেবশ্রী রায় এসে ঘটনার প্রতিবাদ জানান ও পার্কেই কুকুরদের রাখার দাবি জানান। আসলে রাস্তার কুকুরদের নিয়েও অনেক মানুষের আবেগ থাকে সেটা গুরুত্ব দিতে হবে।
advertisement
টিকার জন্য কোনও কুকুরকে নিয়ে যাওয়া হলে সেটা ক'দিন পরে আবার যথাস্থানে নিয়ে আসা হবে এই গ্যারান্টি দিতে হবে জনপ্রতিনিধিদেরই এবং দায়িত্ব নিয়ে সেই কাজটা করতেও হবে। শ্যামবাজারের কুকুর টলিগঞ্জে চলে গেলে অথবা টলিগঞ্জের কুকুর শ্যামবাজারে চলে গেলে ভোটও বিরুদ্ধে চলে যাবে। আমাদের মিউনিসিপ্যাল হেলথ সার্ভিস রয়েছে। অতীন ঘোষ দায়িত্ব নেওয়ার পর সেটার গতি অনেক বেড়েছে। কাজ এতটাই ভাল হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যই শুধু নয় বাংলাদেশ থেকেও-এর ট্রেনিং নিতে আসে।"
advertisement
UJJAL ROY
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim|| 'পথ কুকুরদের প্রতি যত্নবান না হলে ভোট বিরুদ্ধে যাবে', কাদের সতর্ক করলেন ফিরহাদ হাকিম?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement