Firhad Hakim: বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম, বিল্ডিং বিভাগের নীচুতলার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন মহানাগরিক

Last Updated:

Firhad Hakim: নাগরিকের বারবার অভিযোগ জানানোর পরেও বেআইনি নির্মাণ নিয়ে কোনও পদক্ষেপ করেনি পুরসভা। তাতেই ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ।

ফাইল ছবি
ফাইল ছবি
বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিল্ডিং বিভাগের নীচুতলার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তিনি। পুলিশের ভূমিকার সমালোচনা করলেন টক টু মেয়রে (Talk to Mayor)।
৬৯ নম্বর ওয়ার্ডের আহিরীপুকুর রোড থেকে এক নাগরিকের বারবার অভিযোগ জানানোর পরেও বেআইনি নির্মাণ নিয়ে কোনো পদক্ষেপ করেনি পুরসভা। তাতেই ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ (Firhad Hakim) জানান, ৬ মাস সময় দেওয়া হচ্ছে।
advertisement
এর আগেও  টক টু মেয়রে (Talk to Mayor) ফোন করেছিলেন শেখ আব্দুল করিম। জমিতে বেআইনি নির্মাণ প্রসঙ্গে অভিযোগ জানান। সেদিনও মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছিলেন নির্মাণ বেআইনি হলে উপযুক্ত পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। তারপর কেটে গেছে অনেকটা দিন। তবু কলকাতা পুরসভা থেকে সেভাবে কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি। বেআইনি নির্মাণ হয়েই চলেছে। শুধু বরো থেকে মাত্র একদিন ফোন করে নিয়মরক্ষা করা হয়েছে মাত্র।
advertisement
টক টু মেয়র প্রোগ্রামে নাগরিকদের কাছে এই অভিযোগ শুনে রীতিমতো ক্ষুব্ধ হন ফিরহাদ হাকিম। পুরসভার আধিকারিকদের তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "একশন টেকেন রিপোর্ট কোথায়? শুধুমাত্র নোটিশ দিয়ে কাজ সারলে হবে না। নোটিশে ৬  মাস সময় থাকবে আর সেই সময়ে বেমালুম বাড়ি তৈরি হয়ে যাবে বেআইনিভাবে। সেই বাড়িতে লোক ঢুকে যাবে। তারপর পুরসভা কার্যত অসহায় হয়ে যাবে। আজ করছি কাল করছি বলে এইভাবে বেআইনি নির্মাণ কে প্রশ্রয় দেওয়া যাবে না।"
advertisement
মেয়র এদিন কার্যত বিল্ডিং বিভাগের নিচুতলার কর্মী আধিকারিকদের দিকে আঙুল তোলেন। সংশ্লিষ্ট থানার পুলিশের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে জনপ্রতিনিধিদের যে এ ব্যাপারে কিছুই করার থাকে না সে বিষয়েও মনে করিয়ে দেন ফিরহাদ হাকিম।  ফিরহাদ হাকিম বলেন, 'পয়সা থানা আর বিল্ডিং বিভাগ খায়। কাউন্সিলররা জানবে না আমরাও জানতে পারব না। নিজে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়া সত্ত্বেও কিছু জানতে পারিনি।"
advertisement
বিভিন্ন বস্তি এলাকায় যারা 'দাদাগিরি' করে, তাদেরও সতর্ক করেন কলকাতা পুরসভার মেয়র। আশ্বাস দিয়ে বলেন, "আমরা ব্য়বস্থা নিচ্ছি"।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম, বিল্ডিং বিভাগের নীচুতলার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন মহানাগরিক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement