Mamata Banerjee: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা

Last Updated:

ইউক্রেনে (Ukraine Crisis) যে এখনও রাজ্যের অনেকেই আটকে রয়েছেন, গত কয়েকদিনে তা সামনে এসেছে৷ এঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ইউক্রেনে (Ukraine Crisis) থেকে ফেরত আসার জন্য সাহায্য চেয়ে ১৯৯ জনের থেকে অনুরোধ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ প্রত্যেকের নামই কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার৷
এ দিন ট্যুইট করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য দিল্লিতে নিযুক্ত পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রাখছেন৷
advertisement
advertisement
ইউক্রেনে যে এখনও রাজ্যের অনেকেই আটকে রয়েছেন, গত কয়েকদিনে তা সামনে এসেছে৷ এঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া৷ এ দিনই ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে মুম্বই পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ আরও একটি বিমানের আজ রাতেই দিল্লিতে এসে পৌঁছনোর কথা৷
advertisement
মুখ্যমুন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে যে ১৯৯ জনকে ফেরানোর অনুরোধ এসেছে, তাঁদের মধ্যে কয়েকজন এই দুই বিমানে ফিরছেন৷ দেশে ফেরার পর রাজ্যের বাসিন্দাদের তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিমান টিকিট দেওয়া সহ সবরকম সহায়তা রাজ্য সরকার করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
ট্যুইটারে তিনি লিখেছেন, 'আমরা দমদম বিমানবন্দরেও ইউক্রেন ফেরত যাত্রীদের সাহায্যে একটি বিশেষ দলকে রেখেছি৷' মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 'কয়েকজন পড়ুয়া আজ রাতেই মুম্বই এবং দিল্লিতে পৌঁছবেন৷ আমার সরকার টানা এই পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাঁদের নিজেদের শহরে ফিরিয়ে আনার জন্য বিনামূল্যে বিমান টিকিট দেওয়া ছাড়াও বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে সবরকম সহযোগিতা করছে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের সহযোগিতায় ইতিমধ্যেই রাজ্যের তরফে নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement