Mamata Banerjee: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা

Last Updated:

ইউক্রেনে (Ukraine Crisis) যে এখনও রাজ্যের অনেকেই আটকে রয়েছেন, গত কয়েকদিনে তা সামনে এসেছে৷ এঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ইউক্রেনে (Ukraine Crisis) থেকে ফেরত আসার জন্য সাহায্য চেয়ে ১৯৯ জনের থেকে অনুরোধ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ প্রত্যেকের নামই কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার৷
এ দিন ট্যুইট করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য দিল্লিতে নিযুক্ত পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রাখছেন৷
advertisement
advertisement
ইউক্রেনে যে এখনও রাজ্যের অনেকেই আটকে রয়েছেন, গত কয়েকদিনে তা সামনে এসেছে৷ এঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া৷ এ দিনই ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে মুম্বই পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ আরও একটি বিমানের আজ রাতেই দিল্লিতে এসে পৌঁছনোর কথা৷
advertisement
মুখ্যমুন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে যে ১৯৯ জনকে ফেরানোর অনুরোধ এসেছে, তাঁদের মধ্যে কয়েকজন এই দুই বিমানে ফিরছেন৷ দেশে ফেরার পর রাজ্যের বাসিন্দাদের তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিমান টিকিট দেওয়া সহ সবরকম সহায়তা রাজ্য সরকার করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
ট্যুইটারে তিনি লিখেছেন, 'আমরা দমদম বিমানবন্দরেও ইউক্রেন ফেরত যাত্রীদের সাহায্যে একটি বিশেষ দলকে রেখেছি৷' মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 'কয়েকজন পড়ুয়া আজ রাতেই মুম্বই এবং দিল্লিতে পৌঁছবেন৷ আমার সরকার টানা এই পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাঁদের নিজেদের শহরে ফিরিয়ে আনার জন্য বিনামূল্যে বিমান টিকিট দেওয়া ছাড়াও বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে সবরকম সহযোগিতা করছে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের সহযোগিতায় ইতিমধ্যেই রাজ্যের তরফে নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ইউক্রেনে আটকে রাজ্যের প্রায় দুশো বাসিন্দা, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement