Fire in Saltlake: সল্টলেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুনে পুড়ে মৃত ১! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Last Updated:

আবারও আগুন লাগার ঘটনা ঘটল শহরে। এবার ঘটনাস্থল সল্টলেকের ডি৪ ব্লক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।

সল্টলেকে অগ্নিকাণ্ড। (প্রতীকী ছবি)
সল্টলেকে অগ্নিকাণ্ড। (প্রতীকী ছবি)
কলকাতা: আবারও আগুন লাগার ঘটনা ঘটল শহরে। এবার ঘটনাস্থল সল্টলেকের ডি ব্লক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।
ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এবং উত্তর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সল্টলেকের ডি ব্লকের চার নম্বরে একটি বাড়ির দো’তলায় আগুন লাগে। ইতিমধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটলাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। ঘরের ভিতর থেকে এক ব্যক্তির ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় মহিলার পিছু নিয়ে বাড়িতে দুষ্কৃতী, ৩-৪ লক্ষ টাকার গয়না লুট
আগুন লাগার পর দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। মৃত ব্যক্তি পেশায় ব্যবসায়ী ছিলেন। বছর ৪৫ এর ওই ব্যক্তি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন বলে জানা গিয়েছে। যখন আগুন লাগে পরিবারের বাকি সদস্যরাও বাড়িতেই ছিলেন। স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তান ও মাকে নিয়ে থাকতেন ওই ব্যক্তি। মৃত ব্যবসায়ীর ঘরেই প্রথম আগুন লাগে। বাকিরা প্রথম তলায় ছিল। মৃতের স্ত্রী আচমকা ঘর থেকে আগুন দেখতে পান । পরিবারের সদস্যরা বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের তীব্রতায় তা সম্ভব হয়। সম্পূর্ণ মদ্যপ অবস্থায় থাকার দরুন,মৃত ব্যক্তি নিজেও বেরিয়ে আসতে পারেননি।
advertisement
দমকল সূত্রে জানা গিয়েছে, ফলস সিলিং এর কাজ হচ্ছিল। সেই জন্য ঘরের তার খোলা ছিল। সেখান থেকেই সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি মৃত ব্যক্তির স্ত্রী এবং মেয়ের সঙ্গে কথা বলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire in Saltlake: সল্টলেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুনে পুড়ে মৃত ১! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement