Kolkata: দক্ষিণ কলকাতার 'ম্যুর অ্যাভিনিউ'তে মহিলার পিছু নিয়ে বাড়িতে দুষ্কৃতী, ৩-৪ লক্ষ টাকার গয়না লুট
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়, থানার খুব কাছে ম্যুর এভিনিউতে এক ভদ্রমহিলার পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী
কলকাতা: দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়, থানার খুব কাছে ম্যুর অ্যাভিনিউতে এক ভদ্রমহিলার পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী। ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে তিন থেকে চার লক্ষ টাকা মূল্যের গয়না লুট করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
দিন তিনেক আগেই সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে গোটা বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বড়তলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, হামলার সময় বাড়িতে একা ছিলেন ৬৮ বছরের বৃদ্ধা । তাঁর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে।প্রাথমিক তদন্তে অনুমান, অসমর্থ বৃদ্ধার একা থাকার খবর পেয়েই হামলা চালায় দুষ্কৃতীরা।
advertisement
এই ঘটনার দিন দুই আগে দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গয়না, টাকা-কড়ি কিছুই বাদ রাখেনি ডাকাত দল। জানলা ভেঙে ঢুকে, আলমারি ভেঙে সব লুট করে চম্পট দেয় ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2025 11:41 PM IST









