বিধ্বংসী আগুনে ভস্মীভূত নিউটাউনের ২০ টিরও বেশি দোকান, সর্বস্বান্ত ব্যবসায়ীরা

Last Updated:

Newtown Fire: দমকলের পাঁচটি ইঞ্জিনের দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রচুর

কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রচুর
কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রচুর
কলকাতা : নিউটাউন গৌরাঙ্গনগরে ভোরের আগুনে ভস্মীভূত খালপাড়ের দোকান। চোখের নিমেষে পুড়ে ছাই পরপর কুড়িটিরও বেশি ঝুপড়ি দোকান । দমকলের পাঁচটি ইঞ্জিনের দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত না হলেও আর্থিক ক্ষতি হয়েছে প্রচুর। অনেকেই সর্বস্ব খুইয়ে পথে বসেছেন।
মঙ্গলবার ভোরে চারটেও বাজেনি তখন। চোখের সামনে দাউদাউ করে দোকান আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা। ফোন করে খবর দেন দমকল ও থানাতে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে। পরে আরও দুটি ইঞ্জিন নেসে আগুন নেভানোর কাজ তদারকি করে। হতাহতের কোন খবর নেই। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের কর্মীদের দু'ঘণ্টা কাজ করতে হয়। তার পরও চলে কুলিং-এর কাজ। প্রাথমিকভাবে বাজার কমিটি এবং দমকলের ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। চায়ের দোকান থেকে অন্য দোকানে গ্যাস সিলিন্ডার আনা হয়েছিল। সেই বিস্ফোরণে দ্রুত আগুন ছড়িয়েছে,  এমনটাই অনুমান দমকল অধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশও।
advertisement
স্থানীয়দের দাবি, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়। পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের তিনটি ইঞ্জিন, পরে পৌঁছয় আরও দুটি ইঞ্জিন।  ততক্ষণে বাগজোলা খাল পাড়ে পরপর ২০ টির বেশি দোকান  ভস্মীভূত হয়ে যায়।
advertisement
আরও পড়ুন :  রাজস্থানের পুষ্করের মন্দিরে আজ দুপুরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
স্বামী ও ছেলেকে নিয়ে খালপাড়ের কাপড়ের দোকানেই থাকেন মাধবী বিশ্বাস । এদিন রাতেও ঘুমিয়ে ছিলেন সেই কাপড়ের দোকানে। আচমকা আগুন লাগতেই তড়িঘড়ি বেরিয়ে আসেন। ঘুমন্ত ছেলেকে নিয়ে কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। তার স্বামীও ঘুম থেকে উঠে ছুটে আসেন বাইরে। চোখের সামনে দাউদাউ করে পুরো শাড়ির দোকান পুড়ে ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন মাধবী। বললেন " পুজোর সময় অনেক বেশি করে মাল তুলেছিলাম, এখন সব পুঁজি শেষ। লোন করে ব্যবসা বাড়িয়েছিলাম। চোখের সামনে সব শেষ হয়ে গেল।"
advertisement
আরও পড়ুন :  রাজস্থান সফরে আজ আজমের শরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আর এক স্থানীয় বিদ্যুৎ কুমার মণ্ডল আগুন লাগতেই বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেরাই বালতি হাতে জল দিতে শুরু করেছিলেন। তাঁর দোকানের দেওয়াল ইটের। সেই কারণে কোনও মতে রক্ষা পেয়েছে তাঁর দোকান। তা না হলে সংখ্যা বাড়ত ভস্মীভূত দোকানের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধ্বংসী আগুনে ভস্মীভূত নিউটাউনের ২০ টিরও বেশি দোকান, সর্বস্বান্ত ব্যবসায়ীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement