রাজস্থান সফরে আজ আজমের শরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

CM Rajasthan Visit: মুখ্যমন্ত্রীর সফরকালে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা তাঁর যাত্রাপথে

দিল্লি থেকে ব্যক্তিগত সফরে আসছেন রাজস্থানে (ফাইল ছবি)
দিল্লি থেকে ব্যক্তিগত সফরে আসছেন রাজস্থানে (ফাইল ছবি)
জয়পুর : সোমবার দুপুরেই দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনে জি-২০ শীর্ষক এক সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। এর পর আজ মঙ্গলবার দিল্লি থেকে ব্যক্তিগত সফরে আসছেন রাজস্থানের আজমের ও পুষ্করে।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করছে অশোক গেহলট সরকার।
রাজস্থান সফরে এসে মুখ্যমন্ত্রী আজ আজমের শরিফ ও পুষ্কর আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সফরের জন্য বিশেষ রুট তৈরি করেছে গেহলট প্রশাসন। মুখ্যমন্ত্রীর যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজস্থান পুলিশের বিশেষ টিম। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক। স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে নেবেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজমের শরিফ ও পুষ্কর দু'জায়গাতেই যাবেন তিনি।
advertisement
আজমের শরিফে খোয়াজা মইনুদ্দিন চিস্তির দরগায় গত প্রায় ৮০০ বছর ধরে চাদর চড়ান হিন্দু-মুসলমান নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ। সেই সুফি ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আজমের শরিফের দরগায় রাজনীতিকরাও বিভিন্ন সময়ে চাদর চড়িয়েছেন। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির নামে সেখানে প্রতি বছরই চাদর চড়ানো হয়। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ পৌঁছবেন সেখানে।
advertisement
advertisement
আরও পড়ুন : রাজস্থানের পুষ্করের মন্দিরে আজ দুপুরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজমের শরিফের অনতিদূরেই পুষ্কর। বলা হয়, সারা পৃথিবীতে একমাত্র পুষ্করেই রয়েছে ব্রহ্মার মন্দির। পুষ্করের হ্রদের সামনে গিয়েও প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আজমের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্করেও আসবেন।মুখ্যমন্ত্রীর ব্রহ্মামন্দির দর্শনের সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর দর্শনার্থীদের জন্য  বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
advertisement
আরও পড়ুন :  শীতের পাহাড়ে রাজনীতির উত্তাপ, জানুয়ারিতে পাহাড়ে শুভেন্দু-মমতা
তাঁর নিরাপত্তায় গেহলত সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে তাকে বিরল রাজনৈতিক সৌজন্য হিসেবেই দেখছে রাজস্থান প্রশাসনের একাংশ। সূত্রের খবর, আজমেরের কাছে কিষাণগড় বিমানবন্দরে নেমে আজমের শরিফ ও পুষ্করের উদ্দেশ্য সড়কপথে রওনা হবেন তিনি। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম এসে পৌঁছে গিয়েছেন আজমেরে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থান সফরে আজ আজমের শরিফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement