Election Commission Fire: ভোট গণনা চলাকালীনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে হঠাৎই আগুন, ব্যাপক চাঞ্চল্য
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Election Commission Fire: ভোট গণনা চলাকালীনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে হঠাৎই আগুন, ব্যাপক চাঞ্চল্য
কলকাতাঃ ভোট গণনা চলাকালীনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে আচমকা অগ্নিকাণ্ড। ডেটা সেন্টারে আগুন লাগে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অগ্নিনির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বেরিয়ে আসছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সমস্ত আধিকারিকরা।
জানা গিয়েছে, দো’তলায় আগুন লেগেছিল, সেটি কার্যালয়ের ডেটা সেন্টার। এই বিল্ডিংয়ে বিভিন্ন বানিজ্যিক দফতর রয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও বিপত্তি হয়নি। আগুন ইতিমধ্যেই নিভে গিয়েছে।
আরও পড়ুনঃ বর্ষার ‘এই’ সবুজ সবজি খাসির মাংসের চেয়েও ‘পাওয়ারফুল’! প্রোটিন, ক্যালসিয়ামে ঠাসা, সপ্তাহে ৩ দিন পাতে রাখুন অবশ্যই
এদিকে, প্রত্যাশিত ভাবেই কালীগঞ্জ পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস৷ ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু’নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷ আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এরপর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ ২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ৷ তাঁর মৃত্যুতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2025 12:53 PM IST










