মঙ্গলবার ফিফা প্রতিনিধিদের সামনে অগ্নিপরীক্ষা যুবভারতীর

Last Updated:

কোচি থেকে গুয়াহাটি। ছাড়পত্র পেয়ে গিয়েছে। আগামীকাল, মঙ্গলবার বড় পরীক্ষা যুবভারতীর।

#কলকাতা: কোচি থেকে গুয়াহাটি। ছাড়পত্র পেয়ে গিয়েছে। আগামীকাল, মঙ্গলবার বড় পরীক্ষা যুবভারতীর। যুব বিশ্বকাপের জন্য এই মাঠ দেখতে কলকাতায় আসছেন ফিফার প্রতিনিধিরা।
আঁটোসাঁটো নিরাপত্তা। সবদিকে চলছে যুদ্ধকালীন তৎপরতা। কারণ যুব বিশ্বকাপের বল পড়তে আর একবছরও বাকি নেই। ইতিমধ্যেই ভারতে হাজির হয়েছেন ফিফার প্রতিনিধিরা। একে একে ছাড়পত্র পেয়েছে কোচি থেকে গুয়াহাটি। তাই আলাদা আগ্রহ তৈরি হয়েছে যুবভারতীকে কেন্দ্র করে।
এশিয়ার অন্যতম বৃহৎ এই স্টেডিয়ামেই পরের বছর শুরু হতে পারে যুব বিশ্বকাপ। তাই কেমন আছে ক্রীড়াঙ্গন, সেই খোঁজ নিতেই হাজির হয়েছিল ইটিভি নইুজ বাংলাও। বাইরে থেকে মোড়কে তেমন কোনও বদল নেই। কিন্তু ভিতরে ঢুকলে চমকে যেতে হয়।
advertisement
advertisement
Saltlake Stadium
দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে শেষ ম্যাচ হয়েছিল এই মাঠে। তখনই বেশ কয়েকটি ব্লক বন্ধ করা হয়েছিল সংস্কারের জন্য। তারপর থেকে নিঃশব্দে চলছে মেক-ওভার। নতুন ঘাস বসিয়ে চলছে পরিচর্যা। সিমেন্টের চাঙড় খসিয়ে বাকেট চেয়ার বসিয়ে তৈরি হচ্ছে গ্যালারি। মঙ্গলবার সকাল ন’টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাঠ ঘুরবেন ফিফার প্রতিনিধিরা। ফুটবল ফেডারেশনের কর্তা মিলিয়ে দলে থাকবেন মোট ২৩ জন। তাঁরা আসার আগে অবশ্য মোটের উপর পঞ্চাশ শতাংশ তৈরি যুবভারতী। ভিভিআইপি লাউঞ্জ থেকে ড্রেসিং রুমের কাজ এখনও বাকি। কর্তাদের দাবি, সময়ের আগেই সব শেষ হয়ে যাবে। সবমিলিয়ে, মঙ্গলবারের বারবেলায় ভাগ্য পরীক্ষা যুবভারতীর।
advertisement
vlcsnap-2016-10-24-17h31m32s107 copy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মঙ্গলবার ফিফা প্রতিনিধিদের সামনে অগ্নিপরীক্ষা যুবভারতীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement