Fake Birth Certificate: জন্মের ভুয়ো 'সার্টিফিকেট' ইস্যুতে তোলপাড়...! এবার পাসপোর্ট বাতিলের আবেদন কলকাতা পুলিশের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Fake Birth Certificate: পাঠানখালি পঞ্চায়েত থেকে ইস্যু করা জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি পাসপোর্ট বাতিলের আবেদন করা হল কলকাতা পুলিশের তরফে। এবার সরাসরি চিঠি গেল রিজিওনাল পাসপোর্ট অফিসে।
কলকাতা: পাঠানখালি পঞ্চায়েত থেকে ইস্যু করা জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি পাসপোর্ট বাতিলের আবেদন করা হল কলকাতা পুলিশের তরফে। এবার সরাসরি চিঠি গেল রিজিওনাল পাসপোর্ট অফিসে। ইতিমধ্যে ভুয়ো শংসাপত্র দিয়ে আবেদন করে ভেরিফিকেশনের সময় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধৃত পাঁচ থেকে ছ’জন আবেদনকারী।
তদন্তকারীদের আশঙ্কা এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট, সেই পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করার আবেদন কলকাতা পুলিশের। শুধু পাঠানখালি নয়, হাওড়ার বাসুদেবপুর, মালদার মানিকচক এলাকা থেকেও জন্মের ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে, যা ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট। সেগুলো বাতিল করতে বলা হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যে পাঠানখালি পঞ্চায়েত থেকে তৈরি সাড়ে তিন হাজার ভুয়ো শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বরও তুলে দেওয়া হয়েছে রিজিওনাল পাসপোর্ট দফতরে। পাঠানখালি পঞ্চায়েত অফিসের পর এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা CMOH কে চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।
advertisement
জন্মের ভুয়ো শংসাপত্র বাতিল করার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। অভিযোগ, পাঠানখালি পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার জন্মের ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে অনলাইনে। যার কোনও রেকর্ড নেই ম্যানুয়াল বুক বা রেজিস্ট্রার খাতায়। এই সমস্ত ভুয়ো শংসাপত্র বাতিল করার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিতে চলেছে।
advertisement
গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছিল পাঠানখালি পঞ্চায়েতকে। তাঁদের তরফে জানানো হয়েছে সরকারি পোর্টাল থেকে ওই ভুয়ো শংসাপত্র ‘ডিলিট’ বা মুছে ফেলতে পারেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাই তাঁকে এবার চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 1:56 PM IST