Partha Chatterjee: সুস্থ আছেন প্রাক্তন মন্ত্রী পার্থ, কবে বেরোবেন হাসপাতাল থেকে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Partha Chatterjee: সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে অসুস্থতার জন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সুস্থ আছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে অসুস্থতার জন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সুস্থ আছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতাল থেকে দু’একদিনের মধ্যে ছাড়া হতে পারে পার্থকে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল শুক্রবার। আদালতে এই তথ্য জানায় জানাল শহরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট চাওয়া হয়েছিল। আজ হাসপাতালের তরফে একজন প্রতিনিধি নিজে আদালতে উপস্থিত হয়ে মেডিক্যাল রিপোর্ট তুলে দিয়েছেন আদালতে। বহু দিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। একটি মামলায় জামিন পেলেও জেলমুক্তি হয়নি তাঁর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 1:42 PM IST