Rash Yatra : কুলো, ঝুড়ি,থেকে পোড়ামাটির পুতুল, বাংলার হস্তশিল্পে সেজে উঠেছে রাসের মণ্ডপ! দাঁইহাটে থিকথিকে ভিড়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Rash Yatra 2025 : মন্ডপ সাজাতে ব্যাবহার করা হয়েছে বাংলার হস্তশিল্প। বাংলার হারিয়ে যেতে বসা সামগ্রীগুলি মণ্ডপে নতুন আঙ্গিকে ফুটিয়ে তুলেছে বিবেকানন্দ ক্লাব।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: মন্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে বাংলার হস্তশিল্প। বাংলার হারিয়ে যেতে বসা সামগ্রীগুলি মণ্ডপে নতুন ভাবে ফুটিয়ে তুলেছে বিবেকানন্দ ক্লাব। বর্তমানে একেবারে উৎসবের মেজাজে দাঁইহাটবাসী। রাস উৎসবকে ঘিরে সেজে উঠেছে গোটা শহর। গঙ্গা তীরের এই জনপদ কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। ছোটো বড় মিলিয়ে একাধিক থিম পুজোর রমরমা শহর জুড়ে।
তারইমধ্যে অন্যতম দাঁইহাটের বিবেকানন্দ ক্লাবের আয়োজন। প্রতিবছরই এই ক্লাব নতুন চমক নিয়ে আসে দর্শনার্থীদের জন্য। থিম থেকে আলো, সবেতেই থাকে অভিনবত্ব। দাঁইহাট শহরে তাদের পুজো খ্যাত রাইরাজা নামে। এবছর এই ক্লাবের তরফে গড়ে তোলা হয়েছে এক অভিনব মন্ডপ। যার নাম দেওয়া হয়েছে চালচিত্রের ইতিকথা। বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এবারের এই বিশেষ ভাবনা।
advertisement
আরও পড়ুন : সুন্দরবন ঘুরতে গিয়ে মিলল বাঘের দেখা, খুশিতে ডগমগ পর্যটকরা! দক্ষিণরায়কে দেখে ছবি তোলার হিড়িক
advertisement
দাঁইহাট বিবেকানন্দ ক্লাবের কোষাধ্যক্ষ হিমাংশু দত্ত এই প্রসঙ্গে জানান, “হস্তশিল্পটাকে আমরা বার্তা হিসেবে দিতে চেয়েছি। এই হস্তশিল্প ধীরে ধীরে কমে যাচ্ছে, হস্তশিল্প দিয়েও যে থিম তৈরি করা যায়, সেটাই আমরা তুলে ধরেছি।” মূলত হস্তশিল্পকে সকলের সামনে উপস্থাপন করার জন্য এবং এই শিল্প যাতে হারিয়ে না যায় সেই বার্তা দিতেই এবছরের বিশেষ থিম। কুলো, ঝুড়ি, মাদুর পোড়ামাটির পুতুল সহ আরও বিভিন্ন ধরনের হস্তশিল্পের নিদর্শন দিয়ে এই থিম সাজানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ ভিড় জমাচ্ছেন ক্লাব প্রাঙ্গণে। থিম দেখতে এসে বিকাশ সরকার নামের এক দর্শনার্থী বলেন, “দাঁইহাট শহরে রাস দেখতে এসেছিলাম। এই থিম ঘুরে দেখলাম, বেশ ভাল লাগল। আশা করছি যারা আসবেন, তাদেরও ভাল লাগবে।” শুক্রবার অবধি এই থিম থাকবে। এছাড়াও সঙ্গে থাকবে আর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই যারা দাঁইহাট শহরে রাস দেখতে যাবেন, তারা একবার হলেও ঘুরে দেখতে পারেন থিম চালচিত্রের ইতিকথা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 06, 2025 10:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Yatra : কুলো, ঝুড়ি,থেকে পোড়ামাটির পুতুল, বাংলার হস্তশিল্পে সেজে উঠেছে রাসের মণ্ডপ! দাঁইহাটে থিকথিকে ভিড়
