Babul Supriyo in Facebook: সদা সক্রিয় বাবুল সুপ্রিয়র খোঁজ নেই নেটপাড়ায়! অন্তরাল নিয়ে বিবিধ গুঞ্জন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Babul Supriyo in Facebook: নরেন্দ্র মোদি সরকারের নতুন মন্ত্রিসভা থেকে নাম বাদ পড়েছে ৭ বছরের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। আর সেই মন্ত্রিত্ব হারানোর দিন থেকেই তিনি 'অন্য' বাবুল।
#কলকাতা: তৃণমূলকে বিঁধতে সামান্য সময়ও নিতেন না। কেন্দ্রের মন্ত্রী ছিলেন, শত ব্যস্ততাতেও সোশ্যাল মিডিয়ায় ছিলেন সদা সক্রিয়। সেই বাবুল সুপ্রিয়রই পাত্তা নেই ফেসবুকে। ট্যুইটারের চেয়েও ফেসবুকে বেশি সক্রিয় থাকতেন বাবুল। কিন্তু দেখা যাচ্ছে, ফেসবুকে শেষ পোস্ট তিনি করেছেন ১১ জুলাই রাত ১১.৩০ মিনিটে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, গুজবে কান না দিতে, তাঁর হয়ে কথা বলুক তাঁর কাজই। কিন্তু গুজব ক্রমেই গুঞ্জনে পরিণত হচ্ছে। যে বাবুল দিনে চার-পাঁচটা করে ফেসবুক পোস্ট দিতেন। তৃণমূলকে আক্রমণ থেকে এমবাপের ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, বিতর্ক ও জনপ্রিয়তার মেলবন্ধনে চলে বাবুলের ফেসবুক পেজ।
নরেন্দ্র মোদি সরকারের নতুন মন্ত্রিসভা থেকে নাম বাদ পড়েছে ৭ বছরের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। আর সেই মন্ত্রিত্ব হারানোর দিন থেকেই তিনি 'অন্য' বাবুল। একের পর এক ফেসবুক পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবুল, আর তা দলের অন্দরেই। মন্ত্রিত্ব হারানোর পরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। মন্ত্রিত্ব হারিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজনীতির থেকে গান নিয়ে বেশি 'মন' দিয়েছিলেন আসানসোলের সাংসদ। কিন্তু তাতেও মাঝেমধ্যেই বেরিয়ে পড়ছিল মন্ত্রিত্ব হারানোর হতাশা।
advertisement
এরই মধ্যে তিনি লিখেছেন, 'আমার মনের কোণের বাইরে" কারোকে আমার মনের হদিশ তো দিইনি আমি - দেবোও না। তাহলে তা নিয়ে এতো কথা কেন।' মন্ত্রিত্ব হারানোর পরপরই ফেসবুকে বাবুল লিখে ফেলেছিলেন, 'যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে, সেখানে কিছুটা আগুন তো থাকবেই। যাঁরা আমাকে ভালোবাসেন, সেই বন্ধু, মিডিয়ার ফোন আমি ধরতে পারছি না। হ্যাঁ, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে।' পরে অবশ্য নিজের লেখাই আবার ‘শুধরে’ নিতে হয় বাবুলকে। লেখেন, ‘ইস্তফা দিতে বলা হয়েছিল কথাটা হয়ত এভাবে ব্যবহার করা ঠিক নয়।’
advertisement
advertisement
বাবুলের শেষ পোস্ট...
অবশ্য সকলেই বলছিলেন, মন্তব্যের পুনরায় ব্যাখ্যা করলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর লেখায় যে কিছুটা অভিমান মেশানো ছিল, তা ওই দিন স্পষ্ট হয়ে যায়। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস ও মুকুল রায়কে ট্যুইটারে ফলো করা শুরু করেন আসানসোলের সাংসদ। বাবুলের মন্ত্রিত্ব 'কাড়া' নিয়ে এদিকে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন করেন নরেন্দ্র মোদিদের। সব দেখেশুনে দিলীপ ঘোষ কটাক্ষ ছোড়েন, 'বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন। কিন্তু মন্ত্রী থাকাকালীন তো মুখ্যমন্ত্রী ওনাকে কম গালমন্দ করেননি। এখন হাঁফ ছেড়ে বাঁচলেন বাবুল।’ পাল্টা দিতে দেরি করেননি বাবুলও। 'আমার "হাঁফ ছেড়ে বাঁচাতে" দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত !' লেখায় যে বাবুলের শ্লেষ মিশে ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
advertisement
আসলে ক্রমেই বাবুলের তৃণমূল-ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন বাড়তে শুরু করেছে। রাজ্য রাজনীতিতে বাবুল ফুল বদল নিয়েও গুঞ্জন, 'গুজব' থেমে নেই। আর এমনই এক মোক্ষম সময়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় খুঁজেই পাওয়া যাচ্ছে না এক সময় মোদির আস্থাভাজন বলে পরিচিত বাবুল সুপ্রিয়কে। এই অন্তরাল কাটিয়ে কি কোনও 'বিস্ফোরণ' ঘটাবেন আসানসোলের বিজেপি সাংসদ, প্রহর গুনছে বাংলার রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2021 3:21 AM IST








