নূন্যতম বেতনের উর্ধ্বসীমা বাড়াচ্ছে EPFO

Last Updated:

শেষ জীবনের সেই আমানত নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO ৷

#নয়াদিল্লি: অবসরের পর বেসরকারি সংস্থায় কর্মরত সাধারণ মানুষদের একমাত্র সম্বল প্রভিডেন্ট ফান্ডে জমা করা অর্থটুকু ৷ শেষ জীবনের সেই আমানত নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO ৷ প্রভিডেন্ট ফান্ডের আওতায় কর্মচারীদের আনতে এবার নূন্যতম বেতনের মার্জিন বাড়ানোর কথা ভাবছে EPFO ৷
নয়া প্রস্তাব অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার জন্য নূন্যতম বেতন স্ল্যাব ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ এখনও সরকারি সিলমোহর না পড়লেও শীঘ্রই ঘোষণা হবে বলে খবর ৷
এতদিন PF-এর আওতায় আসতে গেলে নূন্যতম বেতনের স্ল্যাব ছিল ১৫ হাজার টাকা ৷ শেষ বার ২০১৪ সালে মূল্যবৃদ্ধির কারণে নূন্যতম বেতনের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল ৷ বর্তমানে বেসিক পে-এর ১২ শতাংশ পিএফ হিসেবে কেটে জমা পড়ে বেতনভুক মানুষের EPF অ্যাকাউন্টে ৷
advertisement
advertisement
EPFO-তে এই মুহূর্তে ৪ কোটিরও বেশি মানুষের অ্যাকাউন্ট রয়েছে ৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানাচ্ছে, নয়া সিদ্ধান্তে ৫০ লাখ মানুষ উপকৃত হবে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
নূন্যতম বেতনের উর্ধ্বসীমা বাড়াচ্ছে EPFO
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement