Amartya Sen: অমর্ত্য সেনের এসআইআর হেয়ারিংয়ে হাজিরা দিলেন পরিবারের দুই সদস্য! বিদেশে থাকায় সশরীরে নেই নোবেলজয়ী
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Amartya Sen: ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) হেয়ারিং-এর জন্য নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিস অনুযায়ী আজ তাঁর হাজিরার দিন ধার্য করা হয়েছিল।
ইন্দ্রজিৎ রুজ: ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) হেয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিস অনুযায়ী আজ তাঁর হাজিরার দিন ধার্য করা হয়েছিল। নিয়ম অনুযায়ী হাজিরা দিলেন অমর্ত্য সেনের পরিবারের সদস্যরা।
শুক্রবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে পৌঁছন নির্বাচন কমিশনের তিনজন আধিকারিক। জানা গিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই কারণে তাঁর বাড়িতেই এসআইআর-এর হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
advertisement
এই হেয়ারিং চলাকালীন অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেন উপস্থিত রয়েছেন। তাঁদের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা এসআইআর-এর হেয়ারিং সম্পন্ন করবেন।
advertisement
অমর্ত্য সেনের নোটিসে লেখা হয়েছে, অমর্ত্যের গণনাপত্রে কিছু তথ্যগত ভুল রয়েছে। তাঁর ঘোষণা অনুযায়ী, তাঁর সঙ্গে বাবা অথবা মায়ের বয়সের পার্থক্য ১৫ বছর। যা ‘সাধারণত প্রত্যাশিত নয়।’ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷ আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় অমর্ত্যের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তিনি আগামী জুলাই মাসে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। তবে শুনানিতে তাঁকে অনলাইনে থাকলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় এসডিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 2:33 PM IST










