Virat Kohli records: শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli records: ফের রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বের নাম্বার ১ ODI ব্যাটার বিরাট ভারতের হয়ে New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন।
ফের রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বের নাম্বার ১ ODI ব্যাটার বিরাট ভারতের হয়ে New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন। India-New Zealand দ্বিতীয় এক দিনের ম্যাচে মাত্র ১ রান দরকার ছিল তাঁর এই রেকর্ড গড়তে। শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে তিনিই এখন ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক।
advertisement
advertisement
advertisement
Kohli-র এই রেকর্ড ছাড়িয়ে নাম্বার ১ অবস্থানে যেতে হলে পরবর্তী ম্যাচে আরও ১৯৫ রান করতে হবে। যদি কোহলি দ্বিতীয় এবং তৃতীয় ODI-তে অন্তত ২৫০ রান করতে পারেন, তাহলে তিনি বিশ্বের প্রথম ব্যাটার হবেন যিনি Kiwis-এর বিপক্ষে ২০০০ ODI রান করবেন। তবে রেকর্ডের থেকেও বিরাট কোহলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিট থাকা এবং আগামী বিশ্বকাপের জন্য নিজেকে গড়ে তোলা।
advertisement







