Ekdalia Evergreen || প্রতি মুহূর্তে সুব্রত মুখোপাধ্যায়ের অভাববোধ, কার্নিভাল থেকেও সরে গেল একডালিয়া

Last Updated:

Ekdalia Evergreen ||বৃহস্পতিবার সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে একডালিয়া এভারগ্রিনের প্রতিমা বিসর্জন হয়।

সুব্রতহীন পুজো, একডালিয়া নেই কার্নিভালেও
সুব্রতহীন পুজো, একডালিয়া নেই কার্নিভালেও
#কলকাতা: করোনার দুই বছর পর রাজ্য সরকারের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়েছে৷ ফলে এই বছর পুজো কমিটি থেকে শুরু করে আমজনতা পর্যন্ত সকলেরই অনেকটাই বাড়তি উৎসাহ রয়েছে কার্নিভালের জন্য। তবে এই বছর বালিগঞ্জের সাবেকি পুজো একডালিয়া এভারগ্রিনের কোনও উৎসাহই যেন নেই। সুব্রত মুখোপাধ্যায় আর একডালিয়া এভারগ্রিন ছিল একে অন্যের পরিপূরক৷ পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত সুব্রত মুখোপাধ্যায় ছিলেন সব৷ এই প্রথম বছর সুব্রতহীন পুজো দেখলো বালিগঞ্জ৷  এবার তার অবর্তমানে কার্নিভাল থেকেও নাম তুলে নিল পুজো কমিটি।
আরও পড়ুন- মাল নদীতে বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা! ঘাটে ঘাটে নিরাপত্তায় বিশেষ জোর নবান্নের! মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ নির্দেশ জেলাগুলিকে
তাদের কাছে শনিবার রেড রোডের আমন্ত্রণ আসে৷ কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারনে এই বছর যে তারা  কার্নিভালে থাকবে না সেটা জানিয়ে দিয়েছে আগেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে একডালিয়া এভারগ্রিনের প্রতিমা বিসর্জন হয়। কমিটির কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র বলেন, "সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পুজো হলেও এই বছর কার্নিভালে  একডালিয়ার প্রতিমা থাকছে না। প্রতি মুহূর্তে তাঁর অভাব অনুভূত হচ্ছে।"
advertisement
পুজো কমিটিদের কথায় সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী বর্তমানে পুজোর হাল ধরেছেন৷ তবু তাঁর শূন্যতাতো যাওয়ার নয়৷ একডালিয়া এভারগ্রিনের পুজোতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও উঠে আসে সুব্রত মুখোপাধ্যায়ের কথা৷ এবার যেন পুজো হল, থাকল না পুজো কমিটির প্রাণপুরুষ। প্রতি বছরের মত সাবেকিআনায় পুজো হলেও  একডালিয়া যেন  এভারগ্রিন ছিল না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ekdalia Evergreen || প্রতি মুহূর্তে সুব্রত মুখোপাধ্যায়ের অভাববোধ, কার্নিভাল থেকেও সরে গেল একডালিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement